শনিবার (৪ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।
তিনি জানান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শমিজেক) হাসপাতালের পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) ল্যাবে গত ২৪ ঘণ্টায় জেলার মোট ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়।
জানা যায়, নতুন করে আক্রান্ত ৪৭ জনের মধ্যে সদর উপজেলার রয়েছেন ৩২ জন। এছাড়া গাবতলী উপজেলার ৭ জন, শাজাহানপুর উপজেলার ৫ জন, শিবগঞ্জ উপজেলার ১ জন, নন্দীগ্রাম উপজেলার ১ জন এবং আদমদীঘি উপজেলার ১ জন।
স্বাস্থ্য বিভাগ জানান, বগুড়ায় নতুন আক্রান্তদের মধ্যে পুরুষ ৩০ জন, নারী ১৫ জন এবং শিশু ২ জন। আক্রান্তদের বয়সভিত্তিক বিশ্লেষণে ১৮ বছরের নিচে রয়েছে ২ জন, ১৮ থেকে ৪০ বছরের মধ্যে রয়েছে ২৫ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে রয়েছে ১২ জন এবং ৫১ থেকে ৭০ বছরের মধ্যে রয়েছে ৮ জন।
ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন বাংলানিউজকে জানান, নতুন আক্রান্তদের নিজ নিজ বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হবে। তবে কারও অবস্থা জটিল মনে হলে তাকে সঙ্গে সঙ্গে আইসোলেশন ইউনিট ২৫০ শয্যা বিশিষ্ট বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে স্থানান্তর করা হবে।
বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, জুলাই ০৪, ২০২০
কেইউএ/এএটি