শনিবার (১১ জুলাই) বিকেল ৫টার দিকে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মুখপাত্র ডা. ফারজানুল ইসলাম।
তিনি জানান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শমিজেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ২৪ ঘণ্টায় জেলার মোট ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়।
তিনি আরও জানান, নতুন শনাক্তদের কোনো উপসর্গ না থাকায় তাদের নিজ নিজ বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হবে। তবে কারো অবস্থা জটিল মনে হলে তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে স্থানান্তর করা হবে।
এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ নিয়ে শজিমেক হাসপাতালের করোনা ইউনিটে কাহালু উপজেলার ভোগইল এলাকার রওশন আরা (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি একই এলাকার রুবেলের স্ত্রী।
শজিমেক হাসপাতালের মুখপাত্র ও ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইউনিটের কর্মকর্তা জাহাঙ্গীর আলম বাংলানিউজকে জানান, রওশন আরা শ্বাসকষ্ট নিয়ে ৯ জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ এবং মরদেহ জীবাণুমুক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, জুলাই ১১, ২০২০
কেইউএ/এফএম