ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

বেতন বৈষম্য নিরসনের দাবি হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২০
বেতন বৈষম্য নিরসনের দাবি হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের

ঢাকা: বেতন বৈষম্য নিরসনের দাবি জানিয়েছে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন।

শুক্রবার (২০ নভেম্বর) বেলা পৌনে ১১টায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনের সভাপতি শেখ রবিউল আলম খোকন।

তিনি বলেন, নিয়োগবিধি সংশোধন করে বেতন বৈষম্য নিরসন করতে হবে। ইতোপূর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুতি দিলেও সেটা বাস্তবায়ন হয়নি। যদি আগামী ২৫ নভেম্বরের মধ্যে দাবি না মেনে নেওয়া হয় তাহলে ২৬ নভেম্বর থেকে ইপিআইসহ সব ধরনের কার্যক্রম থেকে কর্মবিরতি শুরু করা হবে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের দাবি বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব মো. ওয়াসিউদ্দীন রানা, বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান পান্না ও বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক সমিতির সভাপতি দীনেশ চন্দ্র মন্ডল।

বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২০
টিএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।