ফেনী: কোভিড-১৯ পজিটিভ রোগীদের মানসিক সাপোর্ট দেওয়ার জন্য ‘মেন্টাল স্ট্রেনথেন সাপোর্ট টিম’ (এমএসএসটি) নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ফেনীতে শুক্রবার (১৮ ডিসেম্বর) কর্মশালা আয়োজিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজমান।
সংগঠনের সভাপতি ডা. কাজী ইস্রাফিলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম জাকারিয়া, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল খায়ের মিয়াজী, বাংলাদেশ ডেন্টাল সোসাইটি ফেনী শাখার সাধারণ সম্পাদক ডা. সাজ্জাদ হোসেন, ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি বখতেয়ার ইসলাম মুন্না।
কর্মশালায় প্রধান আলোচক ছিলেন উকিল আব্দুল মালেক মেডিক্যাল কলেজের মেডিসিন কনসালটেন্ট ডা. রিয়াজ উদ্দিন চৌধুরী।
সংগঠক তাহমিনা তোফা সীমার সঞ্চালনায় বক্তব্য রাখেন ফেনী জেলা প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রাইভেট হাসপাতাল ও ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন অর রশিদ, সংগঠনের সদস্য মো. হোসেন, সংগঠনের উপদেষ্ঠা জামাল উদ্দিন জয়, সদস্য মুসা কাজেম স্বপন, জাওয়াদ কামাল, কামাল উদ্দিন, নিলুফা হায়দার চৌধুরী মুন্নী।
সংগঠনের সভাপতি ডা. কাজী ইস্রাফিল জানান, এমএসএসটি এখন পর্যন্ত পাঁচ শতাধিক করোনায় আক্রান্ত রোগীকে চিকিৎসা সেবা, পরামর্শ এবং মানসিক সাপোর্ট দিয়ে সুস্থ করে তুলেছে।
বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২০
এসএইচডি/এইচএডি