ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

রামেক হাসপাতালে অত্যাধুনিক ভেন্টিলেশন সেট দিল জেলা পরিষদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২১
রামেক হাসপাতালে অত্যাধুনিক ভেন্টিলেশন সেট দিল জেলা পরিষদ রামেক হাসপাতালে অত্যাধুনিক ভেন্টিলেশন সেট দিল জেলা পরিষদ। ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা রোগীদের সুচিকিৎসার জন্য সুইজারল্যান্ডে প্রস্তুত অত্যাধুনিক দুইটি হাইফ্লো ন্যাজল ক্যানোলা ভেন্টিলেশন সেট হাসপাতালের পরিচালকের কাছে হস্তান্তর করা হয়েছে।

শনিবার (২৪ এপ্রিল) দুপুরের রামেক হাসপাতালে এই হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

২০২০-২০২১ অর্থ বছরের এডিপি‘র কোভিড-১৯ মোকাবিলার বাবদ বরাদ্দকৃত অর্থ থেকে রাজশাহী জেলা পরিষদ এ দুইটি হাইফ্লো ন্যাজল ক্যানোলা ভেন্টিলেশন সেট দিল।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. শামীম ইয়াজদানীর এ দুইটি হাইফ্লো ন্যাজল ক্যানোলা ভেন্টিলেশন সেট রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকারের কাছ থেকে বুঝে নেন।  

এ সময় উপস্থিত ছিলেন- রাজশাহী বিভাগীয় কমিশানার ড. হুমায়ুন কবীর ও রাজশাহী জেলা প্রশাসক মো. আব্দুল জলিল। এ সময় আরও উপস্থিত ছিলেন- রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহানা আখতার জাহান, পরিষদের সহকারী প্রকৌশলী মাসুক-ই-মোহাম্মদ।

ভেন্টিলেসন সেট হস্থান্তরকালে রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার বলেন, প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত অর্থে রামেক হাসপাতালে দুইটি হাইফ্লো ন্যাজল ক্যানোলা ভেন্টিলেশন সেট প্রদান করলো রাজশাহী জেলা পরিষদ। সুইজারল্যান্ডের তৈরি অত্যাধুনিক হাইফ্লো ন্যাজল ক্যানোলা ভেন্টিলেশন সেট দুইটির দাম ৩৩ লাখ ৯৯ হাজার ২৭৬ টাকা। এগুলো হাসপাতালের আইসিইউতে করোনায় আক্রান্ত মুমূর্ষু রোগীদের বাঁচতে সাহায্য করবে।

তিনি আরও বলেন, জেলা পরিষদের মত সবাই যদি এগিয়ে আসে তাহলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের অনেক করোনায় আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাসায় ফেরা সম্ভব।

এ সময় হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, সুইজারল্যান্ডে তৈরি এ দুইটি হাইফ্লো ন্যাজল ক্যানোলা ভেন্টিলেশন সেট সবচেয়ে অত্যাধুনিক। এগুলো হাসপাতালের করোনা রোগীদের চিকিৎসায় উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২১
এসএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।