ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ঝালকাঠিতে করোনায় নতুন আক্রান্ত ৫৬ জন

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২২
ঝালকাঠিতে করোনায় নতুন আক্রান্ত ৫৬ জন

ঝালকাঠি: ঝালকাঠিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৬ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৯৪৮ জনে।

নতুন আক্রান্তের হার ৪৭ শতাংশ। আর করোনা আক্রান্ত হয়ে জেলায় এ পর্যন্ত মোট ৭৩ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ জানুয়ারি) জেলা সিভিল সার্জন ডা. শিহাব উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

নতুন আক্রান্তদের মধ্যে ঝালকাঠি সদরে ২৮ জন, নলছিটিতে ৬ জন, রাজাপুরে ১৫ জন এবং কাঁঠালিয়া উপজেলার ৫ জন রয়েছেন।

সিভিল সার্জন ডা. শিহাব উদ্দিন বলেন, গত ২৪ ঘণ্টায় ১১৯ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষায় ৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় বর্তমানে মোট ২৬৭ জন হোম আইসোলেশনে আছেন। এছাড়া ঝালকাঠি সদর হাসপাতালে ৬ জন ও কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন চিকিৎসাধীন আছেন।

তিনি বলেন, করোনা থেকে বাচঁতে আমাদের ভ্যাকসিন নেওয়ার পাশাপাশি ঘরের বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে।

বাংলাদেশ সময়: ০০ ৪২ ঘণ্টা, ৩০ জানুয়ারি, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।