ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

বুস্টার ডোজের বয়সসীমা কমিয়ে ১৮ বছর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, মার্চ ১৬, ২০২২
বুস্টার ডোজের বয়সসীমা কমিয়ে ১৮ বছর সংগৃহীত ছবি

ঢাকা: ৪০ বছর থেকে কমিয়ে বুস্টার ডোজের বয়সসীমা ১৮ বছর করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার (১৬ মার্চ) কোভিড-১৯ টিকা বিষয়ক বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ডা. মো. শামসুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে আগামী ১৭ থেকে ৩১ মার্চ পর্যন্ত বিশেষ কোভিড-১৯ টিকাদান কার্যক্রম চলবে। উক্ত কার্যক্রমে সকল স্থায়ী টিকাদান কেন্দ্রে প্রথম, দ্বিতীয় এবং বুস্টার ডোজের টিকা কার্যক্রম চলমান থাকবে।

এই ক্যাম্পেইনের মাধ্যমে সারা দেশে তিন কোটির বেশি জনগণকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এর মধ্যে ১২ বছরের বেশি যে সব ব্যক্তি প্রথম ডোজ টিকা নেওয়ার পর ২৮ দিন অতিবাহিত হয়েছে তাদের দ্বিতীয় ডোজ দেওয়া হবে। যে সব ব্যক্তি প্রথম ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন তাদের দুই মাসের ব্যবধানে দ্বিতীয় ডোজ টিকা নিশ্চিত করতে হবে।

২৬ থেকে ২৮ ফেব্রুয়ারি যারা ‘একদিনে এক কোটি প্রথম ডোজ’ ক্যাম্পেইনে টিকা নিয়েছে, তাদের আগামী ২৮ থেকে ৩০ মার্চ দ্বিতীয় ডোজ টিকা পূর্বের ক্যাম্পেইন কেন্দ্র থেকে দেওয়া যাবে। ভিড় নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনে কেন্দ্র বা বুথের সংখ্যা বাড়ানো যেতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এছাড়া দ্বিতীয় ডোজ নেওয়ার চার মাস পর বুস্টার ডোজ দিতে হবে। যাদের দ্বিতীয় ডোজ নেওয়ার পর চার মাস অতিবাহিত হয়েছে তারা এসএমএস না পেলেও কেন্দ্রে টিকা নিতে পারবেন। এ ক্ষেত্রে সম্মুখ সারির যোদ্ধা, বয়োজ্যেষ্ঠ এবং নারীদের প্রাধান্য দিতে হবে।

ইতোপূর্বে বুস্টার ডোজ প্রদানের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছরের পরিবর্তে ১৮ বছর করা হয়েছে। অ্যাস্ট্রাজেনেকা, মর্ডানা এবং ফাইজারের ভ্যাকসিনের প্রাপ্যতা অনুযায়ী বুস্টার ডোজ প্রদান করতে হবে।

আসন্ন দেশব্যাপী আয়োজিত উন্নয়ন মেলায় বুথ স্থাপন করে টিকা প্রদান করতে হবে। ১২ বছরের বেশি যারা এখনো প্রথম ডোজ টিকা গ্রহণ করেনি, তাদের এই ক্যাম্পেইনের মাধ্যমে টিকা নেওয়ার জন্য আহ্ববান জানাতে হবে। এজন্য স্থানীয়ভাবে প্রচার-প্রচারণার উদ্যোগ নিয়ে কর্মসূচি সফল করার কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, মার্চ ১৬, ২০২২
আরকেআর/এমজেএফ/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।