ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

সাতক্ষীরায় আড়াই লাখ শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, জুন ৪, ২০২২
সাতক্ষীরায় আড়াই লাখ শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

সাতক্ষীরা: ‘ভিটামিন এ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২২ উপলক্ষে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুন) সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় জানানো হয়, আগামী ১২ থেকে ১৫ জুন পর্যন্ত সাতক্ষীরায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চলবে। ক্যাম্পেইনে জেলার ২ হাজার ৩১টি টিকাদান কেন্দ্রে ৭টি উপজেলার ৭৮টি ইউনিয়ন ও ২টি পৌরসভার ৬ থেকে ১১ মাস বয়সী ২৫ হাজার ৭৬২ জন শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ২০ হাজার ৮২৫ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খায়ানো হবে।

ক্যাম্পেইনে জেলার ৬২১ জন সরকারি ও ২১৮ জন বেসরকারি স্বাস্থ্য কর্মীসহ ৪ হাজার ৬২ জন স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন। এজন্য জেলা স্বাস্থ্য বিভাগ ইতোমধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে।

সাতক্ষীরার সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. জয়ন্ত সরকারের সভাপতিত্বে কর্মশালায় আরও উপস্থিত ছিলেন- সিনিয়র মেডিক্যাল অফিসার ডা. মো. আমানাত উল্লাহ, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা ডা. পুলক কুমার চক্রবর্তী, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক জগদীশ চন্দ্র হাওলাদারসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, জুন ০৪, ২০২২
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।