মেহেরপুর: মেহেরপুরে ৫-১১ বছর বয়সী নিবন্ধনকৃত ৮২ হাজার শিশুকে করোনা ভাইরাস রোধে টিকা দেওয়া শুরু হয়েছে।
মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল ৯টা থেকে একযোগে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে শিশুদের টিকা দেওয়া হচ্ছে।
মেহেরপুর জেলা সিভিল সার্জন ডা. জাওহেরুল আনাম সিদ্দিকী বাংলানিউজকে জানান, মেহেরপুরেও ৫-১১ বছর বয়সী ৮২ হাজার শিশুকে করোনা রোধে ভ্যাকসিন দেওয়ার জন্য নিবন্ধন করা হয়েছে। পর্যায়ক্রমে সবাই টিকার আওতায় আসবে।
শিশুদের ভ্যাকসিন দেওয়ার সময় টিকাকেন্দ্রগুলোতে অভিভাবকরা স্বপ্রণোদিত হয়ে তাদের সন্তানদের টিকাদানে উৎসাহিত করতে দেখা গেছে।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২২
এসআরএস