ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ভারত

ত্রিপুরা থেকে সৌদি আরবে যাচ্ছেন ১০৯ হজযাত্রী 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, মে ১২, ২০২৪
ত্রিপুরা থেকে সৌদি আরবে যাচ্ছেন ১০৯ হজযাত্রী 

আগরতলা (ত্রিপুরা): এ বছর ত্রিপুরা রাজ্য থেকে মোট ১০৯ হজযাত্রী সৌদি আরবে যাচ্ছেন। রোববার (১২ মে) সন্ধ্যায় প্লেনে করে তারা আগরতলা থেকে প্রথমে কলকাতা পৌঁছাবেন।

পরে কলকাতা থেকে জেদ্দার উদ্দেশে রওনা দেবেন।  

ত্রিপুরা রাজ্য হজ কমিটির পক্ষ থেকে হজযাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। রাজধানী আগরতলায় মেলার মাঠ এলাকার হজ ভবনে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য হজ কমিটির চেয়ারম্যান শাহ আলম, সাবেক মন্ত্রী বিল্লাল মিয়াসহ হজ কমিটির অন্য সদস্যরা।  

হজ কমিটির পক্ষ থেকে হজযাত্রীদের সংবর্ধনা দেওয়ার পাশাপাশি হজের কাজে ব্যবহৃত কিছু জরুরি সামগ্রী প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয়।

হজ কমিটির চেয়ারম্যান শাহ আলম জানান, এ বছর ১০৯ জন হজযাত্রী সৌদি আরবে যাচ্ছেন। তাদের সহযোগিতায় প্রথমবারের মতো রাজ্য থেকে একজন সরকারি কর্মচারী সঙ্গে যাচ্ছেন।  

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, মে ১২, ২০২৪
এসসিএন/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।