ঢাকা, শনিবার, ১৯ আশ্বিন ১৪৩২, ০৪ অক্টোবর ২০২৫, ১১ রবিউস সানি ১৪৪৭

ভারত

নিম্নচাপের কারণে দুর্গাপুর-মাইথন-পাঞ্চেত ব্যারেজ থেকে পানি ছাড়ল ভারত

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০১, অক্টোবর ৩, ২০২৫
নিম্নচাপের কারণে দুর্গাপুর-মাইথন-পাঞ্চেত ব্যারেজ থেকে পানি ছাড়ল ভারত

অক্টোবরের শুরুতেও পশ্চিমবঙ্গের পিছু ছাড়ছে না বৃষ্টি। গভীর নিম্নচাপের জেরে শুক্রবারও (৩ অক্টোবর) লাগাতার বৃষ্টি হয়ে চলেছে কলকাতাসহ বঙ্গের বিভিন্ন জেলায়।

আর এই পরিস্থিতিতে দামোদর নদীর বাঁধ (দুর্গাপুর ব্যারেজ) থেকে ছাড়া হল ৫৯ হাজার ৭৫ কিউসেক পানি। এর পাশাপাশি ভারতের ঝাড়খন্ড ও বিহার রাজ্য সংলগ্ন-মাইথন ও পাঞ্চেত থেকে পানি ছাড়ার কারণে পশ্চিমবঙ্গের নদীগুলোয় জলোচ্ছ্বাস বেড়েছে, অনেক জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। আর এই বিপুল জলরাশির প্রভাব বাংলাদেশের নদ-নদীতে পড়বে বলেও মনে করা হচ্ছে।

কলকাতার আবহাওয়া অফিসের তথ্য মতে, বঙ্গোপসাগর ও ভূমধ্যসাগরের গভীর নিম্নচাপের ফলে বৃষ্টিপাত শুরু হয়েছে কলকাতাসহ পশ্চিমবঙ্গের বেশকিছু জেলায়। ফলে দামোদর নদীর পানির স্তর দ্রুত বেড়েছে। এর জেরেই দুর্গাপুর ব্যারেজ থেকে ৫৯ হাজার ৭৫ কিউসেক পানি এবং মাইথন থেকে ৩২ এবং পাঞ্চেত থেকে ৫০০ কিউসেক পানি ছাড়া হয়েছে।

পশ্চিবঙ্গের দুর্গাপুর ব্যারেজ কর্তৃপক্ষ জানিয়েছে, জলস্তর এতটাই বৃদ্ধি পেয়েছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণ বাইরে না যায় তাই ব্যারেজ খোলা হয়েছে। যদি বৃষ্টির পরিমাণ আরও বাড়ে দামোদর নদীতে পানিস্তর বাড়বে ফলে ফের আবার পানি ছাড়া কোনো উপায় থাকবে না। এই পরিস্থিতিতে নদী সংলগ্ন নিচু অঞ্চলগুলো ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ভুটান ও সিকিমেও বৃষ্টিপাত বাড়ায় তিস্তা নদীতে আচমকা জলোচ্ছ্বাসের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এর প্রভাব পড়বে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোসহ বাংলাদেশে একাংশে।

কলকাতার আবহাওয়া দপ্তরের প্রাদেশিক অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, শুক্রবার ভারী বৃষ্টিতে ভাসতে পারে রাজ্যে দক্ষিণ-পশ্চিম দিকের একাধিক জেলা। অতিভারী বৃষ্টি কারণে কমলা সর্তকতা জারি করা হয়েছে বীরভূম জেলাতে। এ ছাড়া ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে কলকাতাসহ দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ জেলাতে।

অতি বৃষ্টির জেরে উত্তরবঙ্গের পর্যটকদের সর্তকতা জারি করা হয়েছে। দার্জিলিং কালিংপঙসহ উত্তরবঙ্গ এবং সিকিমে আগামী তিন দিন অতিভারী বৃষ্টির কমলার সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি সমুদ্র উত্তল থাকার কারণে গভীর সমুদ্রে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে।

ভিএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।