কলকাতা: সকাল থেকে টান টান উত্তেজনার পর ভারতের হরিয়ানায় সরকার গঠন করতে চলেছে দেশটির কেন্দ্রের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
ভারত জুড়ে চলছে দুর্গোৎসবের প্রস্তুতি।
রাজ্যটি ৯০ আসনের মধ্যে সরকার গঠনের জন্য প্রয়োজন ৪৬ আসন। ৪৮ আসনে জয় তুলে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি। কংগ্রেস ৩৭ আসনে, ইন্ডিয়ান ন্যাশনাল লোক দল ২ ও অন্যরা ৩ আসনে জয় পেয়েছে।
গত ৫ অক্টোবর এক ধাপে রাজ্যটির ৯০ আসনে ভোট হয়েছিল। ভোট শেষ হতেই জনমত সমীক্ষা সংস্থাগুলো জানিয়েছিল এবার হরিয়ানায় ফিরছে কংগ্রেস। এমনকি মঙ্গলবার কঠোর নিরাপত্তার মধ্যে সকাল ৮টায় ভোট গণনা শুরুর দিকে বিজেপি ও কংগ্রেসের মধ্যে জোর টক্কর ছিল।
ভোট গণনায় দেখা যায়, বিজেপিকে পেছনে ফেলে এগিয়ে আছে কংগ্রেস। এ খবরে উৎসবে মেতে ওঠে কংগ্রেসের দলীয় কর্মী সমর্থকরা। দিল্লিতে কংগ্রেসের সদর দপ্তরের বাইরে উৎসবও শুরু হয়ে যায়। কিন্তু বেলা বাড়তেই ফিকে হতে শুরু করে দলটির উৎসব।
রাজ্যটিতে জয়ী হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী বিজেপি প্রার্থী নায়েব সিং সাইনি, সিনিয়র কংগ্রেস নেতা ভূপেন্দর সিংহ হুডা, রাজ্যের মন্ত্রী ও বিজেপি নেতা অনিল ভিজ। প্রথমবার নির্বাচনী ময়দানে নেমেই জয় পেয়েছেন কুস্তিগির এবং কংগ্রেস প্রার্থী ভিনেশ ফোগাট।
উল্লেখ্য, ১৯৬৬ সাল থেকে কোনো সরকারই হরিয়ানায় টানা তিনবার ক্ষমতায় থাকেনি। কিন্তু ২০১৪ সাল থেকে হরিয়ানার শাসন ক্ষমতা রয়েছে বিজেপি। এ হিসেবে রাজ্যটিতে রেকর্ড গড়লো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপি।
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২৪
ভিএস/এমজে