ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ভারত

৫ ফুটের মানকচু দেখতে জনতার ভিড়  

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২৪
৫ ফুটের মানকচু দেখতে জনতার ভিড়  

আগরতলা (ত্রিপুরা): ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার বাজারে বিশাল আকারের মানকচু দেখে অবাক ক্রেতারা।  

রোববার (৩ নভেম্বর) সকালে আগরতলার লেক চৌমুহনী বাজারে রিকশায় করে বিশাল আকারের ৫টি মানকচু নিয়ে আসেন বীরেন্দ্র ঘোষ নামে এক ব্যক্তি।

 

কচুগুলির মধ্যে দুটির উচ্চতা প্রায় পাঁচ ফুটের বেশি। বাকি তিনটির উচ্চতা সাড়ে তিন থেকে চার ফুটের মধ্যে। বিশাল আকারের কচুগুলো দেখে মুহূর্তের মধ্যে মানুষের ভিড় জমে যায়।  

অনেকেই বলেন, মানকচু অন্যান্য কচুর তুলনায় অপেক্ষাকৃত বড় হয়। তবে এত বিশাল আকারের কচু তারা প্রথমবার দেখলেন। তাই অনেকে মোবাইল ফোনে ছবি তুলে নিয়ে যান কচুগুলোর।  

মানকচুগুলোর মালিক বীরেন্দ্র ঘোষ বলেন, রাজধানীর নাগেরজলা এলাকায় এই কচুগুলো চাষ হয়েছে। এগুলো এত বড় আকার হতে পাঁচ থেকে ছয় বছর সময় নিয়েছে। পাইকারি দাম হিসেবে ৩ হাজার রুপিতে সব কচু বিক্রি করে দেব।  

তিনি আরও বলেন, সব মিলিয়ে এই কচুগুলির ওজন এক কুইন্টালের বেশি হবে। বাজারে বসে টুকরো টুকরো করে বিক্রি করলে অনেক বেশি দামে বিক্রি করতে পারতাম। কিন্তু তা সময় সাপেক্ষ ব্যাপার। একদিনে এত কচু বিক্রি করা সম্ভব নয়।  

তাই পাইকারি দামে বিক্রি করতে চান বলে জানান তিনি।  

বাজারে আসা বেশিরভাগ মানুষ জানান, এত বড় আকারের মানকচু আগে কখনো তারা দেখেননি। বীরেন্দ্র ঘোষ কচুগুলো নিয়ে আসার কিছুক্ষণের মধ্যে একজন লোক ছোট আকারের একটি ২০০ রুপিতে কিনে নিয়ে যান।  

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২৪
এসসিএন/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।