আগরতলা, (ত্রিপুরা): আবারও ভারতের ত্রিপুরার আগরতলায় সহকারী হাইকমিশনে ভিসা ও কনস্যুলার সেবা হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) এদিন ভিসা পাওয়ার আশায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে ভিড় জমিয়েছেন অনেকেই।
এর আগে ৩ ডিসেম্বর ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ মিশনের ভিসা ও কনস্যুলার সেবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়।
এর আগের দিন সহকারী হাইকমিশনে হামলা চালায় স্থানীয় আরএসএস ও বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) সহযোগী সংগঠন হিন্দু সংগ্রাম সমিতির সদস্যরা। এরপর নিরাপত্তাহীনতাজনিত কারণে মিশনের কার্যক্রম বন্ধ করা হয়। মিশনের নিরাপত্তার দায়িত্বে থাকা ভারতীয় তিন পুলিশ সদস্য ও হামলার অভিযোগে গ্রেপ্তার করা হয় ৭ জনকে।
বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২৫
এসসিএন/এএটি