কলকাতা: ভারত-বাংলাদেশ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি আহত হয়েছেন। পাল্টা হামলায় আহত হয়েছেন এক বিএসএফ সদস্য।
বুধবার (০৫ ফেব্রুয়ারি) ভোরের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের সীমান্ত লাগোয়া মল্লিকপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার পরই আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় সরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে। বর্তমানে সেখানেই চলছে আহতদের চিকিৎসা।
জানা যায়, গুলিবিদ্ধ বাংলাদেশি বাসিন্দার নাম মুহাম্মদ আলাউদ্দিন (৩২) এবং আহত বিএসএফ সদস্যর নাম ওরফেজ কুমার (২৭)। তিনি মল্লিকপুর বিওপির দায়িত্বে ছিলেন।
সন্ধ্যায় হাসপাতাল সূত্রে জানা যায়, দুজনের শারীরিক অবস্থা স্থিতিশীল। অনেকটাই বিপদমুক্ত। তবু কয়েকদিন হাসপাতালে থাকতে হবে।
বিএসএফ এক বিবৃতিতে দাবি করে, বুধবার ভোরে পাঁচ বাংলাদেশি পাচারকারী সীমান্ত অতিক্রম করে ভারতের ভূখণ্ডে প্রবেশ করে। তাদের উদ্দেশ্য ছিল নিষিদ্ধ কফের সিরাপ পাচার করা।
বিএসএফ তাদের আটকানোর চেষ্টা করলে পাচারকারীরা হঠাৎ ধারালো অস্ত্র দিয়ে হামলা করে। এমনকি বিএসএফের রাইফেল ছিনতাইয়ের চেষ্টা করে। বাধ্য হয়ে পাম্প গান থেকে গুলি চালায় বিএসএফ।
এতে মুহাম্মদ আলাউদ্দিন গুলিবিদ্ধ হন। গুরুতর জখম হন বিএসএফ সদস্য ওরফেজ কুমার। তাদের গঙ্গারামপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাকিরা পলাতক। এ ঘটনায় গোটা সীমান্ত এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এদিকে গোটা বিষয়টি খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ।
সংশ্লিষ্ট জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তালের দাবি, ভারত-বাংলাদেশ সীমান্তে পাচারকালে বিএসএফের গুলিতে গুরুতর আহত হয়েছে এক বাংলাদেশের নাগরিক। পাচারকারীদের হামলায় আহত হয়েছেন বিএসএফ কর্মীও। ঘটনার পর আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয়েছে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানেই আহতদের চিকিৎসা চলছে।
বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, ০৫ ফেব্রুয়ারি ২০২৫
ভিএস/আরএইচ