কলকাতা: আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ৫৪ বছর আগে ১৯৭১ সালের এই দিনে পরাধীনতার শেকল ভেঙে স্বাধীন হয় বাঙালি জাতি।
স্বাধীনতা দিবস উপলক্ষে বুধবার সকালে মিশন প্রাঙ্গণে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন মিশনের ভারপ্রাপ্ত ডেপুটি হাইকমিশনার মহম্মদ আশরাফুর রহমান শিকদার। এসময় উপস্থিত ছিলেন মিশনের সকল কর্মকর্তা-কর্মচারীসহ সোনালী ব্যাংক এবং বাংলাদেশ বিমানের কর্মকর্তারা।
এরপর মিশনের দোতলায় অবস্থিত ‘বাংলাদেশ গ্যালারি’তে সরকার প্রদত্ত মহান স্বাধীনতা দিবসের প্রামাণ্য চিত্র প্রদর্শিত করা হয়। পরে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাণী পাঠ করেন মিশনের কর্মকর্তারা। দিবসটি উপলক্ষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মিশনের ভারপ্রাপ্ত উপ-হাইকমিশনার শিকদার। পরে বাংলাদেশ ও দেশবাসীর জন্য মোনাজাত করেন সকলে।
উল্লেখ্য, বিদেশের মাটিতে কলকাতার এই ভবনেই প্রথম উঠেছিল বাংলাদেশের জাতীয় পতাকা। ১৯৭১ সালের ১৮ এপ্রিল পাকিস্তানের পতাকা নামিয়ে বেলা ১২টার পর বাংলাদেশের পতাকা তোলেন সাবেক হাইকমিশনার হোসেন আলি। ফলে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশন একটি গুরত্বপূর্ণ মিশনের হওয়ার পাশাপাশি ভবনটির ঐতিহাসিক গুরুত্বও রয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৫
ভিএস/এসএএইচ