ঢাকা, বৃহস্পতিবার, ১০ বৈশাখ ১৪৩২, ২৪ এপ্রিল ২০২৫, ২৫ শাওয়াল ১৪৪৬

ভারত

কাশ্মীরে নিহত ৩ বাঙালির দেহ ফিরল কলকাতায়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৬ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৫
কাশ্মীরে নিহত ৩ বাঙালির দেহ ফিরল কলকাতায়

কলকাতা: কাশ্মীরে পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় নিহত পশ্চিমবঙ্গের তিন পর্যটকের মরদেহ নিয়ে আসা হয়েছে। নিহত পর্যটকরা হলেন - কলকাতা বেহালার সখের বাজারের সমীর গুহ, বৈষ্ণবঘাটার বিতান অধিকারী এবং পুরুলিয়ার মণীশরঞ্জন মিশ্র।

 

বুধবার (২৩ এপ্রিল) পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। একইসঙ্গে কাশ্মীরের ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর ভূমিকা নিয়েও বড় প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী।

এদিন সাংবাদিকদের প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সন্ত্রাসবাদীদের কোনো জাত হয় না, এদের ক্ষমা করা যায় না। কিন্তু আমি ভেবে পাচ্ছি না, এতক্ষণ সময় লেগেছে, বেছে বেছে ওরা হত্যা করেছে। ওখানে তো অনেক আর্মি ছিল, সীমান্ত এলাকা তো এমনিতেই সেনসেটিভ।

মমতা আরও বলেছেন, তবে এসব নিয়ে এখন কিছু বলব না, আমরা চাই যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা করা হোক। সন্ত্রাসী কার্যকলাপকে বরদাস্ত করার প্রশ্নই ওঠে না।

মঙ্গলবার পহেলগাঁওয়ের জনপ্রিয় বৈসরন এলাকায় পর্যটকদের ওপরে নৃশংস হামলা চালায় বন্দুকধারীরা। সর্বশেষ তথ্য অনুযায়ী,  হামলায় প্রাণ হারিয়েছেন ২৮ জন।  

স্থানীয় তথ্য মতে, আধাঘণ্টা ধরে সন্ত্রাসীরা তাদের মুভমেন্ট চালায়। রীতিমতো পরিচয় জেনে পুরুষ পর্যটকদের হত্যা করা হয়। এরপর এলাকা ছাড়ে সন্ত্রাসীরা। এই প্রেক্ষিতেই মমতার প্রশ্ন, সেনা কেন সেখানে সঙ্গে সঙ্গে পৌঁছতে পারল না? পাশাপাশি মমতার মন্তব্য, এলাকাটি পাকিস্তান সীমান্তঘেঁষা। সেখানে কেন নিরাপত্তা ব্যবস্থা ঢিলেঢালা থাকবে?

মুখ্যমন্ত্রী জানান, আকাশপথে তিনজনের দেহ রাজ্যে আনা হচ্ছে। এদের মধ্যে নিহত মণীশরঞ্জনের দেহ রাঁচি হয়ে পুরুলিয়ায় পৌঁছবে। বাকি দুইজনের দেহ সন্ধ্যা সাড়ে ৮টার মধ্যে কলকাতায় পৌঁছায়। নিহত পর্যটকদের সৎকারে সব ধরনের ব্যবস্থা করছে রাজ্য সরকার। বাকি পর্যটকদের ফিরিয়ে আনার বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এদিকে হামলার দায় স্বীকার করেছে লস্কর-ই-তৈয়বার সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (আরটিএফ)। তবে ভারতের পক্ষ থেকে এখনও এ নিয়ে সরকারি বিবৃতি দেয়নি। এ পরিস্থিতিতে পাকিস্তানের পতাকায় আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানায় রাজ্য বিজেপি।

বুধবার সন্ধ্যায় বণঁগা লাগোয়া হাবরা স্টেশন সংলগ্ন বিজেপির দলীয় কার্যালয়ের সামনে বিজেপি কর্মীরা জড়ো হয়ে হাবরা স্টেশন মোড়ে যশোর রোডের উপরে কাশ্মীর ইস্যু নিয়ে বিক্ষোভ দেখায়। বিক্ষোভের ফলে যানজট সৃষ্টি হয় যশোর রোডে।  

পশ্চিমবঙ্গের বিজেপির অভিযোগ,পাকিস্তানের মদতে কাশ্মীরে হামলা হয়েছে। সেই অভিযোগে পাকিস্তানের পতাকায় আগুন জ্বালিয়ে রাস্তার ওপর ফেলে পা দিয়ে পাড়াতে দেখা যায় বিজেপি কর্মীদের।

বাংলাদেশ সময়: ২৩১০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৫
ভিএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।