ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

কবি শঙ্খ ঘোষকে উপ হাইকমিশনের কর্মকর্তার শুভেচ্ছা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০২ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
কবি শঙ্খ ঘোষকে উপ হাইকমিশনের কর্মকর্তার শুভেচ্ছা কবি শঙ্খ ঘোষকে উপ হাইকমিশনের কর্মকর্তার শুভেচ্ছা

‘জ্ঞানপীঠ’ পুরস্কারে ভূষিত হওয়ার পর কবি শঙ্খ ঘোষকে শুভেচ্ছা জানিয়েছেন কমিশনের কর্মকর্তা প্রথম সচিব (প্রেস) মোফাকখারুল ইকবাল ও অন্য কবি-সাহিত্যিকরা।

কলকাতা: ‘জ্ঞানপীঠ’ পুরস্কারে ভূষিত হওয়ার পর কবি শঙ্খ ঘোষকে শুভেচ্ছা জানিয়েছেন কমিশনের কর্মকর্তা প্রথম সচিব (প্রেস) মোফাকখারুল ইকবাল ও অন্য কবি-সাহিত্যিকরা।  

কবির নিজ ভবনে এ শ্রদ্ধা জানানো হয়।

 

২০১৬ সালের ‘জ্ঞানপীঠ’ পুরস্কার প্রাপক হিসেবে শঙ্খ ঘোষের নাম মনোনীত হয়। প্রায় দুই দশক পর কোনো বাঙালি লেখক এ পুরস্কারে ভূষিত হলেন। কবি শঙ্খ ঘোষকে উপ হাইকমিশনের কর্মকর্তার শুভেচ্ছা

শুভেচ্ছা জানানোর সময় উপ হাইকমিশনের প্রথম সচিবের সঙ্গে আরো উপস্থিত ছিলেন কথা সাহিত্যিক সেলিনা হোসেন ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ও কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন, রফিকউল্লাহ খান প্রমুখ।

কবিকে শ্রদ্ধা জানানোর পর তার সঙ্গে মত বিনিময় ও সাহিত্য আলোচনা করেন উপস্থিত হাইকমিশনের কর্মকর্তা এবং কবি-সাহিত্যিকরা।

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
ভিএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।