কলকাতা: গরিব শ্রমিকের এত ক্ষতি কেন করলেন দিদি। জেনে রাখুন একুশের নির্বাচনে দু’শোর বেশি আসন পাবে বিজেপি।
রোববার (৩১ জানুয়ারি) হাওড়া জেলার ডুমুরজলা স্টেডিয়ামে বিজেপিতে ‘যোগদান মেলা’ অনুষ্ঠানে একথা বলেন বিজেপির কেন্দ্রীয় নেত্রী স্মৃতি ইরানি।
এদিন বিজেপির যোগদান মঞ্চ থেকে মমতাকে কড়া ভাষায় আক্রমণ তিনি।
তিনি বলেন, গরিবের প্রতি এত অন্যায় কেনো দিদি? শুনতে পাচ্ছি আপনি (মমতা) নাকি ভবানীপুর কেন্দ্র ছেড়ে নন্দীগ্রাম থেকে প্রার্থী হচ্ছেন? কিন্তু এবার আপানি আর ফিরে আসছেন না। এটা জেনে রাখুন। ১৩৮ বিজেপি কর্মীকে আপনি মেরেছেন। তাদের বলিদান বৃথা যাবে না।
স্মৃতি ইরানি বলেন, করোনাকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে বিভিন্ন প্যাকেজের মাধ্যমে সাধারণ মানুষকে সাহায্য করেছন। আর লকডাউনে তা লুট করেছে তৃণমূল কংগ্রেস।
‘যখন স্পেশাল ট্রেনের কথা বলেছিলেন মোদীজি, তখন দিদি বলেন ওটা করোনা এক্সপ্রেস। তাই তিনি ঢুকতে দেননি পরিযায়ী শ্রমিকদের। কিন্তু কেন? যারা বাইরে কাজ করতে যান, তারা আপনার বাংলার মানুষ নন?’
বাংলাদেশসময়: ২০১১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
ভিএস/এএ