ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

শিল্প

ওজন কারচুপিতে ব্যবসায়ীরা ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, মে ২৬, ২০১৬
ওজন কারচুপিতে ব্যবসায়ীরা ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন ছবি: দীপু মালাকার - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: অসৎ ব্যবসায়ীরা ওজনে কারচুপি করে রাষ্ট্রের ক্ষতি করছেন বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

তিনি বলেছেন, চিংড়িতে অপদ্রব্য প্রবেশের মাধ্যমে এই কারচুপি করে এরই মধ্যে তারা বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন।

বৃহস্পতিবার (২৬ মে) বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) আয়োজিত বিশ্ব ওজন দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমি আশা করি বিশ্ব ওজন দিবস উদযাপনের মধ্য দিয়ে দেশীয় শিল্প উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য-সেবার গুণগত মান সম্পর্কে আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা অর্জনে আরও মনোযোগী হবেন এবং দেশের রফতানি খাতকে শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে নিজেদের ভূমিকা জোরদার করবেন।

বিএসটিআই কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেন, ওজন একটি গুরুত্বপূর্ণ বিষয়। জীবনের সব ক্ষেত্রে এর গুরুত্ব রয়েছে। উন্নত দেশ বিনির্মাণে সবক্ষেত্রে উন্নত প্রযুক্তি ব্যবহার জরুরি। প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়তে সবক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তির কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমেই ২০২১ সালে মধ্য আয়ের দেশ এবং ’৪১-এ উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হবে।

এতে আরও বক্তব্য রাখেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোশাররাফ হোসেন ভূইঞা, বিএসটিআই মহাপরিচালক ইকরামুল হক।

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, মে ২৬, ২০১৬
আরএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।