ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

শিল্প

ঢাকা ও চট্টগ্রামে পোশাক শিল্প জোনের দাবি বিজিএমইএ’র

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
ঢাকা ও চট্টগ্রামে পোশাক শিল্প জোনের দাবি বিজিএমইএ’র বিজিএমইএ‘র সংবাদ সম্মেলন-ছবি-শাকিল আহমেদ

ঢাকা: ‘ইউরো’র দরপতন, বেক্সিট এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবের কারণে বাংলাদেশি পণ্যের দরপতন হয়েছে। এ পরিস্থিতি মোকাবেলায় অগ্রাধিকারের ভিত্তিতে পোশাক শিল্পের জন্য ঢাকার কাছাকাছি একটি এবং চট্টগ্রামের কাছাকাছি একটি শিল্প জোন প্রতিষ্ঠা করা জরুরি’।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সংবাদ সম্মেলনে এ দাবি জানান সভাপতি সিদ্দিকুর রহমান।  

বিজিএমইএ’র কনফারেন্স রুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বিশ্ব অর্থনীতিতে বর্তমানে অস্থির অবস্থা বিরাজ করছে।

এর প্রভাবে আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্ষমতা হারাচ্ছে পোশাক শিল্প’।  

‘যুক্তরাষ্ট্রে জুলাই-ডিসেম্বর সময়ে পোশাক রফতানি কমেছে ৯.১১ শতাংশ। যুক্তরাজ্যের প্রবৃদ্ধি  ৫.১৯ শতাংশ কমেছে। এদিকে গত ২ বছরে গ্যাস সংকটসহ নানা কারণে আমাদের উৎপাদন ব্যয় বেড়েছে ১৭ শতাংশ’।  

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএ’র সহ সভাপতি এম এম মান্নান কচি ও মোহাম্মদ নাসিরসহ ব্যবসায়ী নেতারা।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭

এএম/আরআর/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।