ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প

বিজিএমইএর ইফতার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, মে ৩০, ২০১৮
বিজিএমইএর ইফতার  বিজিএমইএর ইফতার মাহফিলে অতিথিরা। ছবি: বাংলানিউজ

ঢাকা: বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছে তৈরি পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারকদের সংগঠন বিজিএমইএ। 

বুধবার (৩০ মে) রাজধানীর আর্মি গলফ ক্লাবে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।  

বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

 

উপস্থিত ছিলেন মাকিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাটসহ ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিক, এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএমইএর সাবেক সভাপতি এ কে আজাদ, সালাম মুশের্দীসহ বর্তমান কমিটির নেতারা।  

ইফতারের আগ মুহূর্তে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে নিহত শ্রমিকদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে বাংলাদেশের পোশাক শিল্পের সমৃদ্ধি ও দেশ এবং মানুষের কল্যাণে দোয়া করা হয়।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, মে ৩০, ২০১৮
ইএআর/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।