ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প

শিখরের যাত্রায় যুগান্তকারী উদ্ভাবন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৮
শিখরের যাত্রায় যুগান্তকারী উদ্ভাবন কেএসআরএম’র উদ্বোধনী অনুষ্ঠান

ঢাকা: ‘ফর ক্লাসিকাল কনস্ট্রাকশন’ এই স্লোগান নিয়ে দেশের অন্যতম ইস্পাত শিল্প প্রতিষ্ঠান কেএসআরএম এবার ইস্পাত শিল্পে নিয়ে এল নতুন উদ্ভাবন কেএসআরএম প্রিমিয়াম ৮০ গ্রেড।

এটি মেট্রোরেল, পাওয়ার প্ল্যান্ট, বৃহৎকার সেতু, টানেল, ফ্লাইওভার ও গগনচুম্বী অট্টালিকা নির্মাণের জন্য বিশেষভাবে তৈরি। যা নির্মাণ শিল্পে নিশ্চিত করে বাড়তি সুরক্ষা।

এ উপলক্ষে শনিবার (২৮ জুলাই) কেএসআরএম প্রধান কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) নবাব সিরাজ-উদ-দৌলা, সেলিম উদ্দিন এবং করিম উদ্দিন কেক কেটে কেএসআরএম প্রিমিয়াম ৮০ গ্রেডের যাত্রা শুরু করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেহেরুল করিম, ডিরেক্টর (মার্কেটিং অ্যান্ড সেলস্) এনামুল হক, জেনারেল ম্যানেজার (মার্কেটিং অ্যান্ড সেলস্) মো. জসিম উদ্দিনসহ কেএসআরএম’র ঊধ্বর্তন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ০২৪০ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।