ঢাকা, সোমবার, ২৫ ভাদ্র ১৪৩১, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫ রবিউল আউয়াল ১৪৪৬

শিল্প

পায়রা বন্দরে তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লাবাহী ২য় জাহাজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
পায়রা বন্দরে তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লাবাহী ২য় জাহাজ

পটুয়াখালী: পায়রা বন্দরে দ্বিতীয়বারের মতো নোঙর করেছে ইন্দোনশিয়ার বালিকপাপান কোল টার্মিনাল থেকে ছেড়ে আসা আফ্রিকান পতাকাবাহী জাহাজ এমভি ওলডেনডরফ।

সোমবার (২৮ অক্টোবর) ২০ হাজার ৭২০ মেট্রিক টন কয়লা নিয়ে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের বিপিসিএল’র জেটিতে জাহাজটি নোঙ্গর করে।

জাহাজটি জেটিতে নোঙর করার সময় উপস্থিত ছিলেন বিদ্যুৎ সবিচ আহমেদ কায়কাউস, চেয়ারম্যান (পিডিবি) খালেদ মাহমুদ, ম্যানেজিং ডাইরেক্টর (বিসিপিসিএল) খোরশেদ আলম, যুগ্ন-সচিব নূর আলম, বিসিপিসিএল’র প্রকল্প পরিচালক গোলাম মাওলা, জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসানসহ পায়রা বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিসিপিসিএল’র প্রকল্প পরিচালক গোলাম মাওলা জানান, বিসিপিসিএল’র নির্মাণাধীন জেলার কলাপাড়ার ধানখালীতে পায়রা তাপ বিদ্যুত কেন্দ্রের উৎপাদন কাজে এ কয়লা ব্যবহৃত হবে। বিদুৎ কেন্দ্র ডিসেম্বরে উৎপাদনে গেলে ধারাবাহিকভাবে প্রায় প্রতিদিনই কয়লাবাহী জাহাজ আসবে।

পায়রা পোর্ট কর্তৃপক্ষ জানায়, ২০১৬ সালের ১৩ আগস্ট অত্যাবশ্যকীয় সুবিধার মধ্যে সীমিত পরিসরে এই পায়রা বন্দরের কার্যক্রম উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বন্দরে আসা পণ্য খালাশের জন্য আরও টার্মিনাল নির্মাণের কাজ চলমান। এছাড়াও একটি কয়লা টার্মিনাল নির্মাণ প্রকল্প (পিপিপি পদ্ধতিতে) অনুমোদনের চুড়ান্ত পর্যায় রয়েছে। দ্বিতীয়বারের মত  কয়লাবাহী জাহাজ পায়রা বন্দরে আসায় বন্দরের ভাবমূর্তি উজ্জ্বল হলো। এ পর্যন্ত মোট ৩৫ বিদেশি বাণিজ্যিক জাহাজ অপারেশনাল কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছে।

বাংলাদেশ সময়: ০২৪৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।