এবারে মাইক্রোব্লগিং সাইট টুইটারেও আঘাত করেছে কমপিউটার বাগ। তবে টুইটারের অসতর্ক কজন ভোক্তার কারণেই এ ঘটনার সূত্রপাত।
এ বাগটি যেকোনো টুইটার অ্যাকাউন্টে প্রবেশ করে সবাইকে ‘আনফলো’ করে ফেলছে। এটি আগাম বার্তা ছাড়াই হচ্ছে। ফলে ব্যক্তি সতর্ক ছাড়া আর কোনো আত্মরক্ষার কৌশল নেই।
এ বিষয়ে টুইটারের মুখপাত্র জানান, বাগটিকে শণাক্ত করা হয়েছে। আর একটি বিশেষজ্ঞ দল এ সমস্যা সমাধানে কাজ শুরু করেছে। তবে যেসব টুইটার ভক্ত এরই মধ্যে ভুক্তভোগী তাদের আপাতত আক্রান্ত পৃষ্ঠাগুলোতে প্রবেশ থেকে বিরত থাকতে বলা হয়েছে।
এ সমস্যা সমাধানে পর্যবেক্ষক দলটি আক্রান্ত সাইটগুলোকে চিহ্নিত করেছে। এগুলো একেবারেই মুছে ফেলতে কাজ করা হচ্ছে। এ বাগ সমস্যাটি কঠিন না হলেও আমলে নেওয়ার মতো। সব মিলিয়ে ট্ইুটারও এখন আর হ্যাকারদের দৃষ্টির বাইরে নেই।
তাই টুইটারের লিঙ্কগুলো বিনিময়ে এবং তা জানতে একটু সতর্ক থাকাকেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে টুইটার কর্তৃপক্ষ। তবে পরিস্তিতিটা ভালোভাবেই সামলে উঠেছে টুইটার। এমনটাই জানালেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞেরা।
বাংলাদেশ সময় ১৮৪৭ ঘণ্টা, মার্চ ২৯, ২০১২