নকিয়া এবারে সার্চ জায়েন্ট গুগলের সঙ্গে যুক্ত হচ্ছে। কারণ নকিয়া অ্যানড্রইড ৪.০ সংস্করণের পণ্য আনার ঘোষণা দিয়েছে।
নকিয়ার প্রধান নির্বাহী স্টিফেন ইলোপ অ্যানড্রইড নিয়ে অনেক বিতর্ক মন্তব্যই করেছেন। অবশেষে লুমিয়া নির্মাতার এমন ঘোষণা আমলে নেয়নি কেউই। নতুন ঘোষিত নকিয়া ফিও ৮০০ সংস্করণসহ ফিনিশ প্রতিষ্ঠান বর্তমানে ফোননির্ভর ৫টি প্ল্যাটফর্ম আছে। এগুলো হচ্ছে উইন্ডোজ ফোন, মিগো, সিমবিয়ান এবং সিরিজ ৪০।
ফিও ৮০০ পণ্যটির ১.৫ গিগাহার্টজ সিপিইউ। এটি কোরিয়ান মিত্র প্রতিষ্ঠান স্যামসাং থেকে পাওয়া। অন্য ফিচারগুলো হচ্ছে ৪ ইঞ্চি পর্দার পিক্সেলের গঠন ৮০০ বাই ৪৮০, ৮ এমপি ক্যামেরা, ওয়াইফাই, ব্লুটুথ, এনএফসি এবং ১৮৫০ এমএএইচ ব্যাটারি। অনেকের মতে নকিয়ার প্রথম অ্যানড্রইড পণ্যটি উৎপাদন পর্যায়ে এবং দিকনির্দেশনার সমাধান দেবে।
ইলোপ আগে বলেছিলেন, অ্যানড্রইড অপারেটিং সিস্টেম খুব বিশ্রী। এটি পরিকল্পনার আকর্ষনীয় পলিকারবোনেট মনেব্লক বদল করে বিশ্রী স্ল্যাব যুক্ত করছে। তাই পণ্যটির নাম ফিও দেওয়া হয়েছে। এর স্প্যানিশ অর্থ কদাকার।
এদিকে ফিও৮০০ মে মাসের প্রথম দিকেই বাজারে আসবে। একই সময়ে লুমিয়া ৮০০ এবং এন৯ পণ্য দুটি ব্ল্যাক, সিয়ান এবং ম্যাজেন্টা রঙে পাওয়া যাবে। তবে নির্ধারিত দাম সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায় নি। অ্যানড্রইডনির্ভর এ হ্যান্ডসেট ভারতের বাজরে ৩৫ হাজার রুপীতে পাওয়া যাবে। এমনটাই ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময় ২০০৭ ঘণ্টা, এপ্রিল ২, ২০১২
সম্পাদনা: সিজারাজ জাহান মিমি/সাব্বিন হাসান, আইসিটি এডিটর