জুনে আসছে ইয়াহুর ‘ডু নট ট্র্যাক’ টুল। বিশ্বব্যাপী ইয়াহুর সব ব্যবহারকারীদের জন্য এটি প্রযোজ্য হবে।
এ খবর ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য শান্তির সুবাতাস বইয়ে দেবে। এ টুলটি ইয়াহুর ওয়েবসাইটগুলোতে ব্যবহার করা যাবে। ইয়াহুর ‘ডু নট ট্র্যাক’ টুলটির উদ্দেশ্য হচ্ছে বিজ্ঞাপন পাওয়া।
অন্যদিকে নামকরা আরেক ওয়েব ব্রাউজার এ টুলটি আগেই অফার করেছে । কিন্তু এটি কিভাবে কাজ করবে সে বিষয়ে কিছুই উল্লেখ করা হয়নি।
তবে ইয়াহু সুস্পষ্ট জানিয়েছে, এর কাজের ধাপগুলো সাদামাটা করে গ্রাহকদের জন্য উপস্থাপন হচ্ছে। এতে বিজ্ঞাপনের উদ্দেশ্য সফল হবে। এর মাধ্যমে ডাটা ট্র্যাক হবে না। কিন্তু অবিরাম বিজ্ঞাপন বার্তা দৃশ্যমান হবে। ফলে একদিকে ব্যবহারকারীদের গোপনীয় বিষয়গুলো আবার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনী রাজস্ব নিয়ে কোনো আপোষ থাকছে না।
এখন অপেক্ষা আর দেখার পালা ইয়াহুর দাবি অনুযাযী এবারের ‘ডু নট ট্র্যাক’ কিভাবে পরিচালিত এবং কার্যকরী হয়। এর ওপরই এ টুলের সফলতা পুরোপুরি নির্ভর করবে।
বাংলাদেশ সময় ২০০৮ ঘণ্টা, এপ্রিল ২, ২০১২
সম্পাদনা: সিজারাজ জাহান মিমি/সাব্বিন হাসান