ঢাকা, বুধবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ময়মনসিংহে ডিজিটাল প্রদর্শনী

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১২

ময়মনসিংহ শহরের জিমন্যাসিয়ামে ‘বিসিএস ডিজিটাল এক্সপো-২০১২’ শুরু হচ্ছে। আগামী ৫ এপ্রিল থেকে এ প্রদর্শনীর পর্দা উঠবে।

আয়োজক গ্লোবাল ব্র্যান্ড।

এ ডিজিটাল প্রদর্শনীতে আসুস, এফোরটেক এবং পান্ডা অ্যান্টিভাইরাসের পণ্য সম্ভার উপস্থাপন করা হবে। পাঁচ দিনব্যাপী এ প্রদর্শনীর সিলভার স্পন্সর আসুস।

এ ছাড়াও থাকছে আসুসের একটি প্যাভিলিয়ন এবং এফোরটেক ও পান্ডা অ্যান্টিভাইরাসের একটি করে স্টল। এ প্রদর্শনীতে আসুস পণ্য ক্রয়ে ক্রেতারা স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে টিশার্ট, ল্যাপটপ পণ্য এবং রেইন কোর্ট উপহার হিসেবে পাবেন।

এদিকে পান্ডা অ্যান্টিভাইরাসের সঙ্গে শিক্ষার্থীদের জন্য থাকছে উপহার সামগ্রী ও বিশেষ মূল্যছাড়। ময়মনসিংহ শহরে এ ডিজিটাল প্রদর্শনী ৯ এপ্রিল পর্যন্ত চলবে।

বাংলাদেশ সময় ১৭৪৮ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১২

সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।