ঢাকা, বুধবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ফাঁস হলো নকিয়ার লুমিয়া পিউরভিউ!

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১২
ফাঁস হলো নকিয়ার লুমিয়া পিউরভিউ!

সবশেষ মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে নকিয়া নতুন ‘৮০৮ পিউরভিউ’ ফোনের অবিশ্বাস্য ৪১ মেগাপিক্সেলের ইমেজ সেন্সর বৈশিষ্ট্য উপস্থাপন করা হয়। কিন্তু এ পণ্যটি নিয়েও সমালোচনার মুখে পড়তে হয় নকিয়াকে।



প্রকাশ মুহূর্তে নতুন ফোনটি সিমবিয়ান প্লার্টফর্মের হবে বলে জানানো হয়। এরপর সিমবিয়ানকে পাশ কাটিয়ে উচ্চ প্রযুক্তির ইমেজ বৈশিষ্ট্যের এ মডেলকে উইন্ডোজ প্লাটফর্মে নিয়ে আসার ঘোষণা আসে। এ সিদ্ধান্তই কার্যকর হতে যাচ্ছে। নির্মাতা।

এ মুহূর্তে নকিয়া নির্মিত সেই অবিশ্বাস্য ৪১ ইঞ্চির লুমিয়া সিরিজের মডেলটি ছবির স্লাইড আকারে ফাঁস হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে এ বিষয়টি প্রকাশ পেয়েছে। এখানে ‘পিউরভিউ’ উইন্ডোজ ফোন প্লাটফর্মে লুমিয়া এ তথ্যটি জনসম্মুখে এসেছে।

এর ইমেজ স্লাইডে সুনির্দিষ্ট কিছু তথ্য পাওয়া গেছে। যেমন এ স্মার্টফোনে আছে ৪.৩ ইঞ্চি টাচস্ক্রিন, সিপিইউ ডুয়্যাল‍ুকোর ১.৫ গিগাহার্টজ, অ্যাডরেনো ৩২০ জিপিইউ, ৪১ এমপি সেন্সর, কার্ল জিস লেন্স এবং পিউর ইমেজিং প্রযুক্তি। এ ছাড়া অত্যাধুনিক রেকর্ডিং প্রযুক্তিতে ১০৮০ পিক্সেলের ভিডিও ধারণে সক্ষম।

অন্যদিকে আসন্ন এ ফোনটি বাড়তি প্রত্যাশা তৈরি করেছে। এর কারণ ক্যাপাসিটিভ বাটনে নতুন উইন্ডোজ ৮ এর লগো দেখা গিয়েছে। এ হিসেবে নতুন উইন্ডোজ ফোন অ্যাপোলো আপডেটসহ হাজির হতে যাচ্ছে। আর গঠনতথ্য বলছে, এ ফোনটিকে পুরুত্ব এবং বাড়তি ওজনহীন করে সরু করতে বিশেষ গুরুত্ব রাখছে নকিয়া। এতে ফোনটির গড়ন সম্পর্কে ধারণা পাওয়া যায়।

ফাঁস হওয়া স্লাইডের তথ্যানুযায়ী, এ মুহূর্তে এগুলো প্রাপ্ত ধারণা হিসেবেই আলোচনায় এসেছে। যতক্ষণে ফিনিস নির্মাতার পক্ষে অনবদ্য এ ফোনটি সম্পর্কে কিছু না জানানো হচ্ছে ততক্ষণ এ বিষয়ে নিশ্চিত হওয়ার সুযোগ নেই।

বাংলাদেশ সময় ১৫০৮ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১২

সম্পাদনা: এসজডেএম, নিউজরুম এডিটর/
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।