ঢাকা, বুধবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অ্যাংগ্রি বার্ডসে মেলওয়্যার

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১২
অ্যাংগ্রি বার্ডসে মেলওয়্যার

এখন গেমপ্রেমীরা স্মার্টফোনেই গেম খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এ প্রত্যাশ্যায় স্মার্টফোনের গেমশিল্প আছে দারুণ অবস্থানে।

কেননা তথ্যপ্রযুক্তিতে বিদ্বেষমূলক কর্মকান্ড সম্পর্কে ভক্তরা খুব কমই জানে।

এবারে হ্যাকাররা বিখ্যাত গেম অ্যাংগ্রি বার্ডস স্পেস সংস্করণে ছদ্ববেশী কৌশলে ব্যবহারকারীদের নজড় কাড়ছে। তাই এ গেমটি ডাউনলোডে আরও বেশি সতর্ক থাক‍ার পরামর্শ দেওয়া হয়েছে। নেকডসিকিউরিটি.সপোস.কম এর প্রতিবেদনে প্রকাশ,  ইন্টারনেটে অ্যাংগ্রি বার্ডসের স্পেস ভার্সনে অনাকাঙ্খিত কিছু বিষয় চক্রাকারে কাজ করছে।

প্রতিবেদনের অন্য বিবরণে, টিদারর্ড ভার্সনের এ গেম পুরোপুরি ক্রিয়ামূলক। তা সত্বেও জিঙ্গারব্রেকের মাধ্যমে এ ফোনের নিরাপত্তা বলয় ভেদ করা হয়েছে।

হ্যাকারদের উদ্দেশ্য গোপনে উদ্দেশ্যমূলক কোড ইন্সটল করা। যা একবার ইন্সটল করলে হ্যাকাররা নিয়ন্ত্রণ বলে ব্যবহারকারীদের পণ্যে অতিরিক্তি মেলওয়্যার কোড কিংবা নির্দিষ্ট ওয়েবসাইট প্রদর্শনে ডিফল্ট ব্রাউজার দিয়ে থাকে।

তবে অ্যানড্রইড ৪.০ সংস্করণের পণ্যে এ ভাইরাস প্রভাবিত কি না তা সঠিকভাবে উল্লেখ করা হয়নি। এ ছাড়া মার্কেটে এ পর্যন্ত সেই পরিমাণে আইসিএস পণ্যসামগ্রী আসেনি।

এদিকে চলমান এ সমস্যা রোধে কোনো রকম উপায় জানা যায়নি। তবে অ্যানড্রইড ব্যবহারকারীদের অ্যাপ ডাউনলোডে আরও বেশি সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আপাতত এ সতর্ক বার্তা অ্যাংগ্রি বার্ডসের জন্যই বেশি প্রযোজ্য।

বাংলাদেশ সময় ১৮৪৩ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১২

সম্পাদনা: এসজেডএম/
সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।