তথ্যপ্রযুক্তির বিশ্বজুড়েই চলছে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদ বদলের হিড়িক। সে খতিয়ান সবশেষ নাম লিখিয়েছে এইচপি (হিউলেড প্যাকার্ড)।
বর্তমান সিইও মার্ক হুয়ার্ড এর স্থলাভিষিক্ত হচ্ছেন লিও। উল্লেখ্য, মার্ক হুয়ার্ডের বিরুদ্ধে একটি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় এইচপির কার্যনির্বাহী বোর্ড সিইও পদটি পরিবর্তনের এ সিদ্ধান্ত গ্রহণ করে।
এইচপি’র নতুন দায়িত্বপ্রাপ্ত সিইও লিও জামার্নির বিখ্যাত বাণিজ্যিক সফটওয়্যার নির্মাতা স্যাপ এর প্রধান নির্বাহী হিসেবে এপ্রিল ২০০৮ পর্যন্ত দায়িত্ব পালন করেন। উল্লেখ্য, তিনি ১৯৮৮ সালে স্যাপে যোগদান করেন।
এইচপি গত এক দশকে তিনবার সিইও পদ পরিবর্তন করে। লিও হতে যাচ্ছেন এইচপির গত এক দশকের তৃতীয় সিইও। ব্যবসায়িক কমপিউটার ব্যবসায় লিও বিশেষভাবে দক্ষ এবং পরীক্ষিত বলে বাজার বিশেষজ্ঞদের ধারণা।
এছাড়াও আন্তর্জাতিক পুঁজিবাজারে পড়ে যাওয়া এইচপির শেয়ারের দাম আবারও চাঙ্গা করতে লিও নতুন দিকনিদের্শনা দেবে বলে মনে করছেন এইচপির নির্বাহী পরিচালনা পর্ষদ।
বাংলাদেশ স্থানীয় সময় ১৩৩৫ ঘণ্টা, অক্টোবর ২, ২০১০