ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

দেশে নকিয়া সি৩ মডেল অবমুক্ত

সাব্বিন হাসান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১০
দেশে নকিয়া সি৩ মডেল অবমুক্ত

২৬ অক্টোবর বাংলাদেশে অবমুক্ত হচ্ছে নকিয়ার বহুল আলোচিত সি৩ মডেলের হ্যান্ডসেট। আনুষ্ঠানিকভাবে এ হ্যান্ডসেটের মোড়ক উন্মোচন করবেন নকিয়া ইমার্জিং এশিয়ার মহাব্যবস্থাপক প্রেমচাঁদ।

নকিয়া সূত্র এ তথ্য জানিয়েছে।

বিশ্বব্যাপী স্মার্টফোনের চাহিদা ও জনপ্রিয়তা বাড়ছে। এ ধারাবাহিকতায় নকিয়া গ্রাহকদের চাহিদা পূরণে ফ্যাশন, প্রয়োজন আর দামের বিষয়টি বিবেচনায় নিয়ে নতুন সব হ্যান্ডসেটের ডিজাইন তৈরি করে থাকে। সে ধারাবাহিকতায় এবার দেশের বাজারে প্রবেশ করছে নকিয়া সি৩ মডেল।

এ মডেলটি আন্তর্জাতিক বাজারে এরই মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এর মূল পর্দা ২.৪ ইঞ্চি। টকটাইম ৭ ঘণ্টা। স্ট্যান্ডবাই টাইম ৮০০ ঘণ্টা। সর্বোচ্চ প্লেব্যাক টাইম ৩০ ঘণ্টা। জিপিআরএস সুবিধাযুক্ত আলোচিত এ মডেলটি ২৬ অক্টোবর থেকে বাংলাদেশে নকিয়া বিভিন্ন আউটলেটে পাওয়া যাবে। এ মুহূর্তে নকিয়া সি৩ মডেলের দাম ১০ হাজার ৪০০ টাকা।

বাংলাদেশ স্থানীয় সময় ২০১৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।