ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

২০১১ সালে অনুষ্ঠিত হবে রোবো বিশ্বকাপ ফুটবল

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১০
২০১১ সালে অনুষ্ঠিত হবে রোবো বিশ্বকাপ ফুটবল

২০১১ সালে অনুষ্ঠিত হবে রোবটদের বিশ্বকাপ ফুটবল রোবোকাপ২০১১। এ উদ্দেশ্যে বিভিন্ন দেশ তাদের রোবট ফুটবল খেলোয়াড়দের প্রস্তুত করছে এবং কারিগরি মানোন্নয়নও করছে।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম এ বিশ্বকাপের কথা জানিয়েছে।

যুক্তরাজ্যের এ রোবট ফুটবল খেলোয়াড় উন্নয়ন করেছে এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। তারা হচ্ছেন এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইনফরমেটিক বিভাগের সহকারী অধ্যাপক শুভরামানিয়ান রামামূর্তি এবং তার চার শিক্ষার্থী গবেষক।

গবেষক সূত্র জানিয়েছে, এ মুহূর্তে তারা তিন সদস্যবিশিষ্ট মানবসাদৃশ্য রোবট খেলোয়াড় তৈরির কাজ করছেন। যারা ফুটবল খেলার সময় ওয়াইফাই নেটওয়ার্কের সাহায্যে একে অপরের সঙ্গে সমন্বয় করবে। ফুটবল খেলার সময় নির্দিষ্ট বল চিহ্নিত করার জন্য প্রয়োজনীয় ভিজ্যুয়াল প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এছাড়া রোবটগুলোর বিভিন্ন কারিগরি উন্নয়ন নিয়েও কাজ চলছে বলে সূত্র জানিয়েছে।

বাংলাদেশ স্থানীয় সময় ১৯১৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।