বিশ্বের সুপরিচিত ভিডিও গেম অ্যাওয়ার্ড ‘গোল্ডেন জয়স্টিক অ্যাওয়ার্ড’ ঘোষণা করা হয়েছে। এতে বিভিন্ন বিভাগে বিশ্বের খ্যাতনামা গেমগুলোকে পুরস্কৃত করা হয়েছে।
উল্লেখ্য, গত এক বছরের জনপ্রিয়তার ভিত্তিতে মোট ১৬টি ভিডিও গেম ক্যাটাগরিতে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। ২০০৯ সালের মে মাস থেকে এ বছরের মে পর্যন্ত এসময়ের মধ্যে বিশ্বনন্দিত ভিডিও গেমগুলোকে এবার অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।
এ গেমগুলো ছাড়াও ওয়াট টু ওয়ার্চ অ্যাওয়ার্ড পেয়েছে কল অব ডিউটি: ব্ল্যাক অপস এবং ইউকে ডেভলোপার অব দি ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছে জাজেক্স।
উল্লেখ্য, ১৯৮২ সাল থেকে এ ভিডিও গেম অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। যুক্তরাজ্যের ১৫ লাখ গেমারের ভোটের মাধ্যমে এবারের অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়।
বাংলাদেশ স্থানীয় সময় ১৯১০, নভেম্বর ১০, ২০১০