ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

১৫ হাজার টাকায় ল্যাপটপ তৈরির পরিকল্পনা আছে: প্রধানমন্ত্রী

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১০
১৫ হাজার টাকায় ল্যাপটপ তৈরির পরিকল্পনা আছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ৪৫০১টি ইউনিয়ন পরিষদে (ইউপি) তথ্য সেবাকেন্দ্রের (ইউআইএসসি) আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করলেন। স্থানীয় সরকার বিভাগ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের যৌথ উদ্যোগে ১১ নভেম্বর প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইউনিয়ন পরিষদ তথ্য সেবাকেন্দ্রগুলো উদ্বোধন করেন।



উল্লেখ্য, নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী এবং ইউএনডিপির প্রশাসক (গ্লোবাল অ্যাডমিনিস্ট্রেটর) হেলেন কার্ক এ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে ৯ নভেম্বর বাংলাদেশ সফরে এসেছেন।

বৃহস্পতিবার সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, অচিরেই ডাক ও টেলিযোগযোগ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় ২০ থেকে ২৫ হাজার টাকায় ল্যাপটপ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এমনকি ১৫ হাজার টাকার মধ্যেও ল্যাপটপ তৈরির পরিকল্পনা করা হচ্ছে।

দেশব্যাপী একযোগে চালু হওয়া ৪৫০১টি তথ্য সেবাকেন্দ্রে উদ্বোধন প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আগামী ২০২১ সালের মধ্যে ৪৫০১টি ইউপি তথ্য সেবাকেন্দ্রের প্রতিটিকে একটি জ্ঞানভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে পারলে একটি জ্ঞানভিত্তিক দেশ গড়ে তোলা সম্ভব।

এসব তথ্যকেন্দ্রের সেবা প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, এসব কেন্দ্র থেকে সহজে এবং সুলভে সব ধরনের সরকারি সেবা পাওয়া যাবে। ফলে সাধারণ মানুষ আইন এবং মানবাধিকারকেন্দ্রিক সেবাগুলো সম্পর্কে তথ্য জানার সুযোগ পাবেন।      

এ উদ্বোধনী ভিডিও কনফারেন্সটি দেশের ৪৫০১টি ইউনিয়ন পরিষদে অবস্থিত মাল্টিমিডিয়া প্রজেক্টরে মাধ্যমে অনলাইনে একযোগে সরাসরি সম্প্রচার করা হয়। উল্লেখ্য, প্রাথমিকভাবে ২০০৯ সালের মার্চে ৩০টি ইউনিয়নে তথ্য সেবাকেন্দ্র চালু করা হয়।

অবশিষ্ট ইউনিয়ন তথ্য সেবাকেন্দ্রগুলো এ বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে চালু হওয়ার কথা থাকলেও অবকাঠামো এবং কারিগরি দিকগুলো এরই মধ্যে সম্পন্ন হয়েছে। ফলে নির্ধারিত সময়ের ৫০ দিন আগেই তা উদ্বোধন করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রকল্প সূত্র জানিয়েছে।

এরই মধ্যে এ ইউপি সেবাকেন্দ্রগুলোতে সুলভে সরকারি, বেসরকারি এবং বাণিজ্যিক ভিত্তিতে বিভিন্ন তথ্য ও সেবা দেওয়া হচ্ছে। ইউআইএসসিতে ৫০টিরও বেশি অনলাইন এবং অফলাইন সেবা দেওয়া হবে। এর মধ্যে অন্যতম হচ্ছে সরকারি ফর্ম, সরকারি সার্কুলার, বিধি, বিজ্ঞপ্তি, বিভিন্ন ডকুমেন্ট, জন্ম নিবন্ধন, ভোটার তালিকা হালনাগাদ তথ্য, স্কুল-কলেজ এবং মাদ্রাসার এমপিওভূক্তির তথ্য এবং ভিজিএফ ও ভিজিডি কার্ডধারীদের তথ্য ভান্ডার।

আরও থাকবে যে কোনো পাবলিক পরীক্ষার ফলাফল, প্রাকৃতিক দূর্যোগের তির বিবরণপত্র, কর্মসংস্থান বিষয়ক তথ্য, ইন্টারনেট এবং মোবাইল ফোনের মাধ্যমে বিশেষজ্ঞের পরামর্শ, ইউনিয়ন পরিষদ থেকে প্রাপ্ত সেবা এবং জনগণের মৌলিক অধিকার সম্পর্কিত তথ্যসহ নাগরিক প্রয়োজনীয় সব সেবা।

বাংলাদেশ স্থানীয় সময় ১২২৮, নভেম্বর ১১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।