অ্যাপল এবং টুইটার যৌথ উদ্যোগে কাজ করছে। উদ্দেশ্য অনলাইনভিত্তিক মিউজিক সাইটের সমৃদ্ধ তথ্যভান্ডারের মানোন্নয়ন।
বিশ্লেষকদের ভাষ্যমতে, অ্যাপলের এমন গতিপরিবর্তনের পেছনে বিশ্বের সর্বাধিক ব্যবহৃত সোশ্যাল সাইট ফেসবুকের প্রত্যাখানই মূল কারণ। অ্যাপলের একটি প্রস্তাব ফেসুবক ফিরিয়ে দিলে এ পরিস্থিতির সৃষ্টি হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
উল্লেখ্য, এ বছরের সেপ্টেম্বরে আইটিউনসের বিনোদনভিত্তিক সেবা আত্মপ্রকাশ করে। এ সাইটের ব্যবহারকারীরা পছন্দের সব সঙ্গীতশিল্পীদের সার্বক্ষণিক খবর উপভোগ করতে পারবেন। এছাড়াও ব্যবহারকারীরা তাদের বন্ধুমহলের মধ্যে সেসব সম্পাদনা সম্পর্কে ভালোমন্দ মতামত ব্যক্ত করার সুযোগ পাবেন।
বিশেষজ্ঞদের ভাষ্যমতে, অ্যাপলের এ পদক্ষেপ পিঙের সুনাম বাড়াতে সহায়ক হবে। এ মুহূর্তে টুইটারের সহযোগিতায় সোশ্যাল সাইট পিঙ আরও জনপ্রিয় হয়ে উঠবে বলে অ্যাপল আশা করছে।
বাংলাদেশ স্থানীয় সময় ১৬৪৮ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১০