ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বাবা দিবসে ‘বাবা আমার হিরো’ কনটেস্ট

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, জুন ১৫, ২০১৩
বাবা দিবসে ‘বাবা আমার হিরো’ কনটেস্ট

বিশ্বজুড়ে প্রতিবছর জুন মাসের তৃতীয় রোববার বিশ্ব বাবা দিবস হিসেবে পালিত হয়। এ দিবস পালনে ফেসবুক বন্ধুদের জন্য চলছে বাবাকে ভালোবাসার প্রতিযোগিতা।

অভিনব এ প্রতিযোগিতার আয়োজন করেছে দেশের তথ্যপ্রযুক্তি পণ্য ও সেবাদাতা প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স।

ভার্চুয়াল এ প্রতিযোগিতায় যুক্ত করা হয়েছে অভিনবত্ব। চালু করা হয়েছে বাবাকে নতুন করে অবিস্কারের স্বতন্ত্র অ্যাপলিকেশন। এ অ্যাপ ব্যবহার করে ফেসবুক বন্ধুরা বাবাকে তুলনা করতে পারবেন স্বপ্নের নায়কের বেশে।

বাবাকে দেখতে পাবেন আয়রনম্যান, স্পাইডারম্যান, হালক, সুপারম্যান, প্রিন ল্যানটার্ন, ব্যাটম্যান, থর কিংবা উলভারিনের চরিত্রে। এরপরই বাবাকে ভালোবাসার ‘না বলা কথা’ লিখে নিবেদন করতে পারবেন প্রিয়তম বাবার প্রতি অকৃত্রিম ভালোবাসা।

আর বাবাকে নিবেদিত এ ভালোবাসার কথামালা লিখে সেরা তিনজন পাচ্ছেন পাঁচ তারকা হোটেলে বাবার সঙ্গে অন্তরঙ্গ ডিনারের সুযোগ।

আগামী ২০ জুন অবধি লেখা পাঠানো যাবে। এ প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহীরা (https://www.facebook.com/CSLFanclub/app_215494645155789) এ ঠিকানায় বিস্তারিত তথ্য পাবেন।

বাংলাদেশ সময় ১৭২৯ ঘণ্টা, জুন ১৫, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।