ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

মাদারীপুরে দুইদিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, জুন ২২, ২০১৩
মাদারীপুরে দুইদিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

মাদারীপুর: মাদারীপুর জেলা প্রশাসনের উদ্যোগে পাবলিক ইনস্টিটিউশনের মাঠে শুরু হয়েছে দুইদিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান মেলার উদ্বোধন করেন।



উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরিফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-জেলা পরিষদের প্রশাসক মিয়াজউদ্দিন খান, পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান।

মেলায় আউটসোর্সিং, ন্যাশনাল পোর্টাল ফ্রেমওয়ার্ক, জাতীয় ই-তথ্যকোষসহ বর্তমান ও ভবিষ্যৎ ই-সেবাসহ নানাবিদ প্রযুক্তি সমন্বয় ১৭টি স্টল রয়েছে। এখানে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের ফ্রি ই-মেইলে একাউন্ট খুলে দেওয়া হচ্ছে। রোববার বিকেলে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলা শেষ হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেন, “বর্তমান প্রজন্মকে নতুন নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত হতে হবে। প্রযুক্তির যথাযথ ব্যবহারই ডিজিটাল বাংলাদেশ উপহার দিতে পারবে। ”

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, জুন ২২, ২০১৩
সম্পাদনা: রাফিয়া আরজু শিউলী, নিউজরুম এডিটর[email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।