ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বেসিস উদ্যোগে মোবাইল পেমেন্ট কর্মশালা

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, জুন ২৩, ২০১৩
বেসিস উদ্যোগে মোবাইল পেমেন্ট কর্মশালা

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) উদ্যোগে রবিবার ২৩ জুন সকালে বেসিস সভাকক্ষে ‘মোবাইল পেমেন্ট ইন্টিগ্রেশন ফর মোবাইল অ্যাপস’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেসিসের পরিচালক শাহ ইমরাউল কায়ীশ।

এতে অন্যদের মধ্যে বেসিস সভাপতি একেএম ফাহিম মাশরুর, মহাসচিব রাসেল টি আহমেদ, বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল এস কাদির উপস্থিত থেকে মতবিনিময় করেন।

এ কর্মশালায় মোবাইল অ্যাপলিকেশনের জন্য সহজ ও সুবিধাজনক মোবাইল পেমেন্ট পদ্ধতি সংযুক্ত করার উপায় নিয়ে সুবিস্তারিত আলোচনা করা হয়।

এ কর্মশালায় মোবাইল অ্যাপস তৈরি করেন এমন বেসিস সদস্যরা ছাড়াও বিকাশ ও ডাচ-বাংলা ব্যাংকের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময় ১৬৫৯ ঘণ্টা, জুন ২৩, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।