ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

মোবাইলের অত্যাধুনিক অ্যাপ্লিকেশন তৈরি জরুরি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, জুন ২৪, ২০১৩
মোবাইলের অত্যাধুনিক অ্যাপ্লিকেশন তৈরি জরুরি

ঢাকা: দেশের মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা ১০ কোটি পেরিয়ে ১১ কোটি ছুঁই ছুঁই। তাই এখনই মোবাইল ফোনের জন্য নতুন নতুন অ্যাপ্লিকেশন তৈরি করতে হবে।

যাতে একজন ব্যবহারকারীর চাহিদা পূরণ হয়।

সোমবার সকালে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয় আয়োজিত রাজধানীর আগারগাঁওয়ের বিসিসি (বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল) ভবনে আয়োজিত ‘অ্যাপস ডেভলেপমেন্ট: মার্কেট এনালাইসিস’ শীর্ষক কর্মশালায় বক্তারা এ কথা বলেন।

কর্মশালায় প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী মোস্তফা ফারুক।

তিনি বলেন, “মোবাইল ফোন জীবনের সাথে মিশে গেছে। মোবাইল ছাড়া এক মুহূর্তও আমরা কল্পনা করতে পারি না। তাই মোবাইল ফোনের জন্য নতুন নতুন অ্যাপ্লিকেশন তৈরি করতে হবে। যাতে মোবাইলের ব্যবহার হয়ে উঠবে বহুমাত্রিক। ”  

কর্মশালায় বক্তারা বলেন, “আমাদের দেশে এখনও মোবাইলকে বেশিরভাগ ক্ষেত্রে শুধু কথা বলার মধ্যেই সীমাবদ্ধ রাখা হচ্ছে। অথচ মোবাইলের বহুমুখী ব্যবহার তথ্য-প্রযুক্তির ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা করতে পারে। ”

তারা আরও বলেন, “আমাদের দেশের কথা বিবেচনায় রেখে অ্যাপ্লিকেশন তৈরি করতে হবে বাংলা ভাষায়। যাতে একজন ব্যবহারকারীর ইংরেজি দক্ষতা অপরিহার্য হবে না। আর এর মধ্য দিয়ে বিশ্বের প্রতিটি প্রান্তে বসবাস করা বাংলাভাষীদের মধ্যে তা ছড়িয়ে পড়বে এবং বাংলা ভাষার প্রসারে তা ব্যাপক ভূমিকা রাখবে। ”

আইসিটি সচিব নজরুল ইসলাম খানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. নজরুল ইসলাম।

আরও বক্তব্য রাখেন, আইসিটি মন্ত্রণালযের যুগ্ম-সচিব গাজী মিজানুর রহমান, গ্রামীণফোনের জেনারেল ম্যানেজার (হেড অব কনটেন্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন) এ এস এম রফিক উল্যাহ , বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসসের (বেসিস) সভাপতি একেএম ফাহিম মাশরুর, এটুআই’র (এক্সেস টু ইনফরমেশন) অ্যাপস এক্সপার্ট রেজওয়ানুল হক জামী, স্বনির্ভর বাংলাদেশ-এর পরিচালক (আইটি) ড. খালিদ নোমান হোসাইনী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, জুন ২৪, ২০১৩
এমএন/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।