ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

জিপিআইটি-বিকাশ চুক্তি সই

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, জুলাই ৭, ২০১৩
জিপিআইটি-বিকাশ চুক্তি সই

বিকাশের জন্য কল সেন্টারের অবকাঠামো পরিকল্পনা, নির্মাণ এবং বাস্তবায়নে জিপিআইটি এবং বিকাশের পক্ষে কল সেন্টার চুক্তি সই হয়েছে। সূত্র এ তথ্য দিয়েছে।



এ অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের হয়ে চুক্তি সই করেন বিকাশের সিইও কামাল কাদের এবং জিপিআইটির সিইও রায়হান শামসী।

এতে উপস্থিত ছিলেন বিকাশের হেড অব বিজনেস সলিউশন এবং অপারেশন্স আজমুল হুদা, হেড অব কাস্টমার সার্ভিস নিশাত রহমান, হেড অব সাপ্লাই চেন মাসুদ মল্লিক এবং জিপিআইটির পক্ষে সুমন ব্যনার্জী, চিফ কমার্শিয়াল অফিসার, নোমান ওয়াসি, চিফ টেকনোলজি অফিসার এবং রনি রিয়াদ রশিদ, চীফ করপোরেট এফেয়ারস অফিসার।

বাংলাদেশের শীর্ষস্থানীয় আইটি প্রতিষ্ঠান জিপিআইটি দেশের বিকাশের জন্য কল সেন্টারের অবকাঠামো পরিকল্পনা, নির্মাণ এবং বাস্তবায়ন করবে। শুধু তাই নয়, পরের পাঁচ বছর কল সেন্টারের সহায়তা এবং রক্ষনাবেক্ষনেও জিপিআইটি কাজ করবে।

বাংলাদেশ সময় ১৬২১ ঘণ্টা, জুলাই ৭, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।