ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

২৪ জুলাই অ্যান্ড্রয়েড ‘জেলি বিনে’ নতুন ওএস

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, জুলাই ২০, ২০১৩
২৪ জুলাই অ্যান্ড্রয়েড ‘জেলি বিনে’ নতুন ওএস

সাম্প্রতিক সময়ের জনপ্রিয় মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডকে ঘিরে ২৪ জুলাই অনুষ্ঠানের দিন নির্ধারিত হয়েছে। আলোচিত অ্যান্ড্রয়েড ৪.৩ খুবই নিকটে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে আয়োজিত এ দিনেই অ্যান্ড্রয়েডের (জেলি বিনে) নতুন সংস্করণের ঘোষণা আসবে খবর সন্ধানকারীরা জোর দিয়ে জানিয়েছে এ কথা।

সংশ্লিষ্টরাও জেলি বিনের বিষয়টি নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অ্যান্ড্রয়েডের পরবর্তী ইন্সটলমেন্টের অপক্ষো শেষের দিকে ২৪ জুলাই এটি প্রকাশ পাচ্ছে আস্থার সঙ্গে জানানো হয় অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হবে। কিন্তু এতে বড় ধরনের কোনো পরিবর্তন আসছেনা পরিবর্তিত বিষয়ের মধ্যে রয়েছে ফন্ট, আরো উন্নত ক্যামেরা অ্যাপ এবং নোটিফিকেশন এছাড়া প্রয়োজনীয় বাড়তি কিছু বাগ সুনির্দিষ্ট করা হয়েছে।  

এছাড়া ৪.৩’তে চলার উপযুক্ত ‘মটো এক্স ফোন’ নিয়ে এরইমধ্যে ভিডিও প্রকাশ পায় সেই তথ্য অনুযায়ী অপেন মিক বা ভয়েস কমান্ড ফিচারের পণ্যটিও জনসম্মুখে আসতে আর দেরি নেই।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, জুলাই ২০, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।