ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আইডিভাইসে মাইক্রোসফট ‘ওডব্লিউএ’

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, জুলাই ২০, ২০১৩
আইডিভাইসে মাইক্রোসফট ‘ওডব্লিউএ’

আইফোন এবং ‌আইপ্যাড ব্যবহারকারীদের জন্য মাইক্রোসফট নতুন অ্যাপের ঘোষণা দিয়েছে। আউটলুক ওয়েব অ্যাপ (ওডব্লিউএ) এখন আইটিউনস স্টোর থেকে ডাউনলোড করতে পারছে ব্যবহারকারীরা।

বেশকিছু সুবিধাসহ প্রবর্তিত অ্যাপটিতে ভয়েস ইনপুট ফিচারও আছে সুবিধাটি পেতে প্রয়োজন হবে মাইক্রোসফট অফিস ৩৬৫ স্যুয়িট।

সুত্র মতে, ওডব্লিউএ’র পুরো কার্যাবলী কেবলমাত্র মাইক্রোসফটের অফিস ৩৬৫ স্যুয়িট ব্যবহারকারীদের জন্য উপযুক্ত। এর পুরো প্যাকেজে মেইল, পিপল ক্যালেন্ডার অপশন ছাড়াও একটি বিশেষ স্ক্রিন আছে। ভয়েস ইনপুট কার্যক্রমে অপেন, ক্লোজ নেভিগেটের মত নানা ধরনের ভয়েস কমান্ডের সুবিধা পাবে আইপণ্য ব্যবহারকারী।

বিশেষ দৃষ্টিকোণ থেকে ওডব্লিউএ‘র অফলাইন সাপোর্টে পড়া, উত্তর দেওয়া, মুছা, ফ্লাগ বা চিহিৃত করাসহ নতুন মেইলগুলো ড্রাফটের সুবিধাগুলো অন্যতম।    

মাইক্রোসফট জানিয়েছে, আউটলুক অ্যাপস ব্যবহারে স্থান খুজে পাওয়া যাবে কারণ বিঙ ম্যাপস যুক্ত হয়েছে সেবাটিতে। উল্লেখ্য, ওডব্লিউএ ৬০ টি ভিন্ন ভাষার সমন্বয়ে তৈরি।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, জুলাই ২০, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।