ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সময় এখন ইন্টারনেট গভর্ন্যান্সের

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৩
সময় এখন ইন্টারনেট গভর্ন্যান্সের

চীনের শিয়ান সিটিতে ‘এপনিক ৩৬ কনফারেন্স’ চলছে। গত ২০ আগস্ট থেকে এশিয়া প্যাসেফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টারের (এপনিক) আয়োজনে শুরু হওয়া এ সম্মেলন চলবে ৩০ আগস্ট অবধি।



ইন্টারনেট গভর্ন্যান্স ছাড়াও এ সেবার বিভিন্ন পলিসি ইস্যু নিয়ে আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। এরই মধ্যে বিভিন্ন কারিগরি কর্মশালার সঙ্গে এপনিক সার্ভিস বিষয়ে একটি সেশন অনুষ্ঠিত হয়। সেশনে এপনিকের বিভিন্ন বিভিন্ন কার্যক্রম সম্পর্কে তুলে ধরেন বিভিন্ন বিভাগের প্রধানরা।

এ সময় এপনিকের ইন্টারনেট রিসোর্স সার্ভিস ম্যানেজার গুয়ানগ্লিয়াং ফ্যান ‘আইপিভি(৪) ট্রান্সফার আপডেট’, মেম্বার সার্ভিস ম্যানেজার জর্জ কোয়াই ‘লোকাল কমিউনিটি এনগেজমেন্ট আপডেট’, ট্রেনিং ইউনিট ম্যানেজার চ্যাম্পিকা ওয়াইজাইয়াতুংগা ‘ট্রেনিং আপডেট’, টেকনিক্যাল ডিরেক্টর বায়রন এলাকোট ‘হুইজ সার্ভিস আপডেট’ এবং সিনিয়র পলিসি স্পেশালিস্ট এডাম গসলিং ‘ইন্টারনেট ট্রান্সপারেন্সি রিপোর্ট’ সম্পর্কে বিস্তারিত জানান।

এ ছাড়া মহিলা প্রতিনিধিদের নিয়ে ‘ওমেন ইন আইটি’ বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। এ সেশনে বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) এশিয়া প্যাসেফিক অঞ্চলের রিজিওনাল ডিরেক্টর ড. ইয়ুন জ্যু কিম, আফ্রিকান নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টারের (এফ্রিনিক) চিফ অপারেশনস অফিসার অ্যান রিসাল ইন এবং বেইজিং পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশনস বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. জিয়াহোং হুয়াং। তারা তথ্যপ্রযুক্তিতে নারীদের অংশগ্রহণের বিষয়ে আলোচনা করেন।

সম্মেলনের বিভিন্ন সেশন ইন্টারনেটে নিয়মিত ওয়েবকাস্ট করা হচ্ছে। আগ্রহীরা ইচ্ছা করলে রিমোট অংশগ্রহণের মাধ্যমে সেশনে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। সম্মেলনের স্থানীয় আয়োজক চায়না ইন্টারনেট নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার (সিএনএনআইসি) এবং বেইজিং ইন্টারনেট ইনস্টিটিউট (বিআইআই)।

এ ছাড়া এপনিকের এ সম্মেলন আয়োজনে সহযোগিতা করছে চায়না মোবাইল, চায়না ইউনিকম, চায়না টেলিকম, গুগল, ইন্টারনেট সোসাইটি, আইপিটিপি নেটওয়ার্কস, নেটওয়ার্ক স্টার্টআপ রিসোর্স সেন্টার (এনএসআরসি) ছাড়াও বেশ কিছু আন্তর্জাতিক প্রতিষ্ঠান। আগ্রহীরা (http://conference.apnic.net/36) এ সাইটে বিস্তারিত তথ্য পাবেন।

বাংলাদেশ সময় ১৮০৫ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর/আরকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।