ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

দেশে জিবিসি পেপার শেডার

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৩
দেশে জিবিসি পেপার শেডার

জিবিসি  ব্রান্ডের অত্যাধুনিক ও আকর্ষণীয় মডেলের পেপার শেডার মেশিন এখন দেশেই পাওয়া যাচ্ছে। ইউনিক বিজনেস সিস্টেমস এ তথ্য দিয়েছে।



ডিউও পেপার শেডারটি প্রথম জিবিসি  হোম শেডার। এটি আলাদা আলাদা সিডি স্লট বিশিষ্ট এবং দ্রুত শেডিং ক্ষমতা সম্পন্ন। এটি ৪ বাই ৪৫ এমএম কনফেটি কাট এবং ডিন সিকিউরটি লেভেল এসত্রি (তিন) বিশিষ্ট।

এটি প্রতিবারে ১১টি সিট (৭০ গ্রাম) কাগজ কাটতে সক্ষম। এটি আকারে খুবই ছোট। ফলে অফিস ডেস্কের নিচে সহজেই ব্যবহারযোগ্য এবং বহনযোগ্য। ওজন ৪.৪ কেজি মাত্র। ঢাকার আগারগাঁওস্থ বিসিএস কম্পিউটার সিটিতে এ পণ্য পাওয়া যাবে।

বাংলাদেশ সময় ২১৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।