ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ফরিদপুরে লার্নিং অ্যান্ড আর্নিং প্রশিক্ষণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৩
ফরিদপুরে লার্নিং অ্যান্ড আর্নিং প্রশিক্ষণ

ফরিদপুর: ফরিদপুরে ৫ দিনব্যাপী লার্নিং অ্যান্ড আর্নিং প্রশিক্ষণ শুরু হয়েছে।

এ প্রশিক্ষণের আয়োজন করেছে ফরিদপুর জেলা প্রশাসন ও ব্যবস্থাপনায় রয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় এবং স্বনির্ভর বাংলাদেশ।



ফরিদপুরের জেলা প্রশাসক মইনউদ্দিন আহমদ রোববার সকাল ১১টায় তার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রশিক্ষণের উদ্বোধন করেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মিনা মাসুদ উজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংবাদিক প্রফেসর মো. শাহজাহান।

প্রশিক্ষণ পরিচালনা করছেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনদীপ ঘরাই।

লানিং অ্যান্ড আনিং প্রোগ্রামের পক্ষ থেকে ট্রেনিং এক্সিকিউটিভ রয়েছেন শামীম আহমেদ ও কমিউনিকেশন্স স্পেশালিস্ট রয়েছেন শেখ মো. রেজোয়ান। এখানে টেকনিক্যাল সাপোর্টার হিসেবে মোখলেছুর রহমান মুন্সী ও নুরুল ইসলাম দায়িত্ব পালন করছেন।

এবারের প্রশিক্ষণের মূল বিষয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও)। এসইও প্রোগ্রামে ৫০ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহণ করছেন। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ প্রশিক্ষণ চলবে। আর এটি শেষ হবে ১৯ সেপ্টেম্বর।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৩
পিসি/আরকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।