ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অনলাইনের বিকাশে বেসিস প্রদর্শনী

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৩
অনলাইনের বিকাশে বেসিস প্রদর্শনী

এ মাসে বেসিস উদ্যোগের নিয়মিত আয়োজন ‘বিজনেস সফটওয়্যার শোকেস’ আসরের আলোচ্য বিষয় ‘ওয়েব ডেভলপমেন্ট, হোস্টিং অ্যান্ড সার্ভিসেস’ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রসঙ্গত, এ প্রদর্শনী ২১ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ২৩ সেপ্টেম্বর অবধি চলবে।

কাওরানবাজারস্থ বেসিস অডিটোরিয়ামে প্রতিদিন সকাল ১০টা থেকে ৭টা চলবে এ আয়োজন।

‘আসুন, তুলনা করুন, বেছে নিন’ এমন বার্তায় যাত্রা শুরু করা ‘বিজনেস সফটওয়্যার শোকেস’ আসরের এটি পঞ্চম আয়োজন। এ প্রসঙ্গে আয়োজক কমিটির আহ্বায়ক এবং বেসিসের সহ-সভাপতি উত্তম কুমার পাল বলেন, যেমন প্রত্যাশা নিয়ে সফটওয়্যার প্রদশর্নীর এ আয়োজন শুরু করা হয়েছে তা যথাযথভাবে ফলপ্রসূ হচ্ছে।

এ প্রদর্শনীতে গ্রাহকেরা এসে ১২ থেকে ১৪টি প্রতিষ্ঠানের একই ধরনের সফটওয়্যার ও সার্ভিস নিয়ে কথা বলার সুযোগ পাচ্ছেন। এ ছাড়াও তাদের প্রয়োজনানুযায়ী সফটওয়্যার বেছে নিতে পারবেন।

এবারের প্রদর্শনীতে আগ্রহীদের উপস্থিত হওয়ার জন্য আয়োজক কমিটির তরফ থেকে সাদর আমন্ত্রণ জানানো হয়েছে। দেশের অনলাইন সংস্কৃতির সুস্থ বিকাশে এ আয়োজন দিকনির্দেশনা তুলে ধরবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন।

বাংলাদেশ সময় ১৭৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।