ঢাকা, শনিবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সোশ্যাল গুড সামিট

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৩
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সোশ্যাল গুড সামিট

রাজধানীতে ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার ম্যাশেবলের উদ্যোগে ‘সোশ্যাল গুড সামিট’ অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিনেট ভবনে বিকাল ৩টায় শুরু হবে এ আয়োজন।

চলবে রাত ৮টা অবধি। সূত্র এ তথ্য দিয়েছে।

আয়োজক সূত্র জানিয়েছে, সোশ্যাল গুড সামিটের এ আয়োজনের মাধ্যমে তথ্যপ্রযুক্তির নিত্যনতুন আইডিয়া নিয়ে মতবিনিময় করা হবে। আলোচনার মাধ্যমে খুঁজে বের করা হবে সোশ্যাল মিডিয়া ও প্রযুক্তির বিভিন্ন সমস্যা।

আর সমাধানও বের করা হবে এ সম্মেলনে। এ অনুষ্ঠানের মাধ্যমে অভিনব সব আইডিয়ার পাওয়া যাবে। এমনটাই আশা করছেন আয়োজকেরা।

সারা বিশ্বেই এ সোশ্যাল গুড সামিট আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় রাজধানী ঢাকায় এ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়া ও আইসিটির ব্যবহারে যে দীর্ঘমেয়াদী সমস্যা দেখা দেয়, এগুলোর সমাধানও বের করা হবে এ সম্মেলনে। এতে পৃষ্ঠপোষকতা করছে ব্র্যাক ও এরিকসন। আগ্রহীরা (https://www.facebook.com/UNDPBD) ফেসবুকের এ লিঙ্ক সাইটে আরও সুবিস্তারিত তথ্য পাবেন।

বাংলাদেশ সময় ২২২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।