ঢাকা, শনিবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ঢাকায় লুমিক্স ঈদ ক্যামেরা প্রদর্শনী

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৩
ঢাকায় লুমিক্স ঈদ ক্যামেরা প্রদর্শনী

রাজধানীতে ২৫ সেপ্টেম্বর বুধবার থেকে ‘লুমিক্স ঈদ ফেস্টিভ্যাল’ শুরু হচ্ছে। ঈদ উপলক্ষে এ ডিজিটাল ক্যামেরা প্রদর্শনীতে থাকছে সুপরিচিত ‘লুমিক্স’ ব্র্যান্ডের অর্ধ শতাধিক মডেলের ডিজিটাল ক্যামেরা।



এ ডিজিটাল ক্যামেরা প্রদর্শনী একটানা ১০ দিন চলবে। এ ক্যামেরা প্রদর্শনীতে উপহার হিসেবে থাকছে ফ্রি মেমোরি কার্ড ও ব্যাকপ্যাক। এ ছাড়াও সীমিত সংখ্যক মডেলের সঙ্গে ৫০ ভাগ পর্যন্ত মূল্যছাড় পাওয়া যাবে। আছে ডিজিটাল ফটোগ্রাফি প্রশিক্ষণ সুবিধাও।

‘প্রিয়জনের ছবি তুলুন প্যানাসনিক লুমিক্স ক্যামেরায়’ বার্তায় এ ক্যামেরা প্রদর্শনী অনুষ্ঠিত হবে ধানমন্ডি ২৭ নম্বরের সিএসএল কম্পিউটার ব্র্যান্ড শপ।

এশিয়ার অন্যতম কম্পিউটার মার্কেট বিসিএস কম্পিউটার সিটি, নারায়ণগঞ্জ, গাজীপুর ও বগুড়ার কম্পিউটার সোর্স শোরুম এবং এসিআই কনজ্যুমার ইলেকট্রনিক্সের মতিঝিল, বিজয় সরণি, বসুন্ধরা সিটি মার্কেট এবং রোকেয়া সরণির শোরুমে এ প্রদর্শনীর অফার উপভোগ করা যাবে।

বাংলাদেশ সময় ১৫৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।