ঢাকা, শনিবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আমরা-টেলিকম মালয়েশিয়া চুক্তি নবায়ন

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৩
আমরা-টেলিকম মালয়েশিয়া চুক্তি নবায়ন

আমরা নেটওয়ার্কস লিমিটেড এবং টেলিকম মালয়েশিয়ার (টিএম) সঙ্গে তাদের প্রযুক্তিপণ্য সংক্রান্ত চুক্তি নবায়ন করেছে।

সম্প্রতি মালয়েশিয়ার কুয়ালালামপুরে টেলিকম মালয়েশিয়ার প্রধান কার্যালয়ে এ চুক্তি সই হয়।

টেলিকম মালয়েশিয়ার পক্ষে বাহারুল নিজাম (মহাব্যবস্থাপক, ইমার্জিং মার্কেটস, টিএম গ্লোবাল) এবং আমরা নেটওয়ার্কস লিমিটেডের প্রধান নির্বাহী সারফুল আলম চুক্তিতে সই করেন।

এ চুক্তি প্রসঙ্গে বাহারুল নিজাম বলেন, বাংলাদেশে ইন্টারনেট ব্যান্ডউইডথের ব্যবহার ভবিষ্যতে আরও বাড়বে। আইআইজি (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) যারা টিএম-এর ব্যান্ডউইডথ ব্যবহার করছে, তারা সাবমেরিন কেবলের রক্ষণাবেক্ষণজনিত বা অন্য কোনো কারণে ইন্টারনেট সেবা ব্যহত হলে বিনামূল্যে পুন:সংযোগ সুবিধা পাবেন।

সারফুল আলম বলেন, থাইল্যান্ড, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের তুলনায় বাংলাদেশে ইন্টারনেটের মূল্য এখনো বেশি। অচিরেই ইন্টারনেটের দাম কমানোর ব্যাপারে আইআইজি সেবাদাতাদের সহযোগিতা করবে।

বাংলাদেশ সময় ২১৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।